ব্রিট বাংলা ডেস্ক :: গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌছেছে তেলের দাম। করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের বিষয়ে দারুণ অগ্রগতির কারণে তেলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে বিশ্বজুড়ে। তেল বিক্রেতা দেশগুলোও এমন ইঙ্গিত পেয়ে বেশ আশাবাদী হয়ে উঠেছে।
আল জাজিরা জানিয়েছে তেলের মূল্যবৃদ্ধির কারণে এটি স্পষ্ট যে, তেল উৎপাদক রাষ্ট্রগুলোর উৎপাদন হ্রাস কার্যকর ফল এনে দিয়েছে। ব্যারেল প্রতি তেলের দাম ২.৭৩ ডলার বৃদ্ধি পেয়ে বর্তমানে হয়েছে ৩৫.২৩ ডলার। দাম বেড়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড অয়েলেরও।
যুক্তরাষ্ট্রের মডার্না কোম্পানির ভ্যাকসিন কোভিড নাইন্টিনের বিরুদ্ধে কার্যকরি বলে প্রমাণিত হয়েছে। সোমবারে এমন তথ্য প্রকাশিত হয়।
মার্কেট এনালিস্ট এডওয়ার্ড মোয়া বলেন, ভাইরাসের ভ্যাকসিন কার্যকারী প্রমাণিত হওয়ার পরই দ্রুত তেলের দাম বৃদ্ধি পেতে শুরু করে। একইসঙ্গে স্বাভাবিক হয়ে উঠছে চীন। দেশটির অপরিশোধিত তেলের যে স্বাভাবিক চাহিদা ছিল তা আবার পূর্বের অবস্থায় পৌঁছে গেছে। ইউরোপেও তেলের চাহিদা বাড়ছে। ফলে এমনিতেও দাম বাড়ার ইঙ্গিত ছিলো পূর্বেই।