ভয়াল ২১ আগস্টের প্রতিবাদ ও স্মরণে যুক্তরাজ্য আওয়ামীলীগের জনসভা

জুবায়ের আহমদ লন্ডন:২১আগস্ট। বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার সন্ত্রাস বিরোধী সমাবেশে ২০০৪ সনের ২১ আগস্ট সংগঠিত গ্রেনেড হামলার দিন।

এই দিনের শহীদদের স্মরণে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ এর পরিচালনায় সভায় বক্তৃতা করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন , শামসুদ্দিন আহমদ মাস্টার,শাহ আজিজুর রহমান,হরমুজ আলী,সিতাব চৌধুরী,যুগ্ম সম্পাদক মারুফ আহমদ চৌধুরী আনোয়ারুজ্জামান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া ,আব্দুল আহাদ চৌধুরী প্রমূখ ।

সভায় বক্তারা বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে বাঙালি জাতিকে ধংস করার চেষ্টা করেছিলো। কিন্তু সেদিন ভাগ্যক্রমে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে যান। ১৫ আগস্টের ঘাতকরাই ২১ আগস্টে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে আবারও হত্যা করতে চেয়েছিলো। বক্তারা অবিলম্বে ঘাতকদের শাস্তির দাবি জানান।

Advertisement