ব্রিট বাংলা ডেস্ক : মরক্কো থেকে সমুদ্রপথে মাদক পাচারকালে ১০০ জনকে গ্রেপ্তার করেছে স্পেনের পুলিশ। তারা সকলেই মাদক গ্যাংয়ের সদস্য। স্পিড বোটে করে হাশিশ ও মারিজুয়ানা পাচারকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মরক্কো থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্পেনের সেভিলায় প্রবেশ করছিল এই মাদক পাচারকারীরা। তাদের কাছ থেকে ৫ টন হাশিশ ও ২৩০ কেজি মারিজুয়ানা উদ্ধার করা হয়।
Advertisement