মস্কো “ইউক্রেনের রাষ্ট্রত্ব সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায়” বলে অভিযোগ করলেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেক্সান্ডার মোতুজিয়ানিক।শুক্রবার দেশটির জাতীয় টিভিতে এক ভাষণে তিনি বলেন, “রাশিয়ার কৌশলগত লক্ষ্য ইউক্রেনকে সম্পূর্ণ ধ্বংস করা… তারা আমাদের শান্তিতে থাকতে দেবে না।কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, “রুশ ফেডারেশন ইউক্রেনের রাষ্ট্রত্বকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে চায় এবং এখানে একটি সরকার বসিয়ে নিয়ন্ত্রণ করতে চায়।”যদিও মস্কো বলেছে যে, তারা একটি “বিশেষ সামরিক অভিযান” চালাচ্ছে এবং ইউক্রেন দখল করার কোনো পরিকল্পনা তাদের নেই।তবে ওলেক্সান্ডার মোতুজিয়ানিক তার ভাষণে আরও যোগ করেছেন যে, রাশিয়া পূর্ব ইউক্রেনের সিভারস্কি ডোনেটস নদীর কাছে ইউক্রেনের প্রতিরক্ষায় দুর্বল পয়েন্ট খুঁজছে।আর রাশিয়া যদি সিভারস্কি ডোনেটসের সেভেরোডোনেটস্ক এবং লাইসিচানস্ক শহর দুটি দখল করে নেয়, তাহলে তারা লুহানস্কের সমস্তটাই দখল করতে পারবে। লুহানস্ক হলো ডনবাস অঞ্চলের দুটি প্রদেশের অন্যতম, যা বিচ্ছিন্নতাবাদীদের বলে দাবি করে মস্কো। সূত্র- বিবিসি।
মস্কো আমাদের ‘রাষ্ট্রীয় মর্যাদা ধ্বংস করতে চায়’: ইউক্রেন
Advertisement