মাঠেই ঘুমালেন মরিনহো!

ব্রিট বাংলা ডেস্ক : স্পার্সদের দায়িত্ব নিয়ে প্রথম তিন ম্যাচে দারুণ জয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছেন মরিনহো। চিন্তায় না পড়ে উপায় আছে। সেজন্য পরের ম্যাচকে বেশ গুরুত্ব দিচ্ছেন তিনি। বার্নলির বিপক্ষে যেন রাজ্যের চাপ মরিনহোর মাথায়।

বাড়ি না গিয়ে তাই মন দেন অনুশীলন ক্যাম্পে। সেখানেই আবার কিছু সময় ঘুমিয়ে নেন স্পার্স কোচ। সংবাদ সম্মেলনে সেই ঘুম নিয়েও প্রশ্নও করেন একজন। উত্তরে মরিনহোর সপাট উত্তর, ‘ট্রেনিংয়ের জন্য বাড়ি যাওয়া হয়নি, তাই ঘুমাতে হয়েছে মাঠে।’

ঘরের মাঠে সাতসকালেই অনুশীলন শুরু করে বার্নলি। তাদের কাছ থেকে দেখার জন্য মরিনহো ছিলেন উদ্বিগ্ন। তাই তো বলেছেন, ‘আমি ট্রেনিং গ্রাউন্ডে ঘুমিয়ে পড়েছিলাম। শুধু তাই নয়, এখানেই ছিলাম, বাড়ি যাইনি আর। কেননা পরদিন সকালে বার্নলি সকাল সকাল অনুশীলন করবে। তাদের দেখে আমরা পরিকল্পনা সাজাব। নিজেদের ভুল-ত্রুটি শুধরে সেভাবে প্রস্তুতিটা নেওয়া যাবে। আপনারা এটাকে ফুটবলের মধ্যেই রাখেন। অলসতার কাতারে ফেলবেন না।’

লম্বা সময় বেকার ছিলেন মরিনহো। ঘুরেছেন এক ক্লাব থেকে অন্য ক্লাব। শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের অন্যতম ফেভারিট টটেনহাম তাকে কোচের চেয়ারে বসায়। চেনা লিগে ফিরতে পেরে মরিনহো খুশি। তার অধীনে শেষ চার ম্যাচের মধ্যে তিনটিই জিতেছে টটেনহাম। যার মধ্যে আছে এক হার। যেটা আবার মরিনহোর সাবেক ক্লাব ইউনাইটেডের বিপক্ষে।

Advertisement