ব্রিট বাংলা ডেস্ক :: আধুনিক, সচল, সুস্থ ও মানবিক ঢাকার গড়ার প্রতিশ্রুতি দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম আতিক। আজ শনিবার রাজধানীর গুলশান স্বাস্থ্যক্লাব থেকে গণসংযোগ শুরুর আগে এ প্রতিশ্রুতি দেন। আতিক বলেন, রাজধানীতে নাগরিকদের নিরাপত্তা যেমন নিশ্চিত করা হবে। তেমনি খেলাধুলার জন্য থাকবে পর্যাপ্ত মাঠ, পার্ক। আমি চাই আমাদের আগামী প্রজন্ম বেড়ে উঠুক সুস্থতায়।
তিনি বলেন, আওয়ামী লীগ কথায় নয় কাজে বিশ্বাসী। আমি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বলতে পারি বিজয়ী হলে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করব ইনশাল্লাহ। তাই আগামী ১লা ফেব্রুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, এস এ মান্নান কচি, ১৯নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মফিজুর রহমান প্রমুখ।।