মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সোমবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করবেন।এটি সম্পর্কোন্নয়ন প্রচেষ্টার প্রতি সহায়তার একটি প্রতীকী ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক বিকাল সাড়ে ৪ টায় (গ্রিনিচ মান সময় ০৮৩০ টা) চীনের নেতার সাথে সাক্ষাত করবেন। ২০১৮ সালের পর থেকে এটি চীনে সর্বোচ্চ পর্যায়ের মার্কিন সফর।রোববার দুদিনের সফরে বেইজিংয়ে পা রাখেন অ্যান্টনি ব্লিঙ্কেন। প্রায় পাঁচ বছরের মধ্যে এই প্রথম শীর্ষ কোনো মার্কিন কূটনীতিক চীন সফর করছেন। মার্কিন কর্মকর্তারা বলেন, তার এ সফরের মূল লক্ষ্য হচ্ছে দুই দেশের মধ্যে চরম উত্তেজনাপূর্ণ সম্পর্ক স্থিতিশীল করা।
Advertisement