মার্কিন সেনাদের হাতে সোলাইমানি হত্যাকাণ্ডে পুতিনের উদ্বেগ

ব্রিট বাংলা ডেস্ক :: ইরাকের রাজধানীতে মার্কিন বিমান হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল সোলাইমানিকে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক টেলিফোনালাপে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাতে ইরানের সংবাদমাধ্যম পার্স টুডে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, সোলাইমানি হত্যার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলাপ করতে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে ফোন করেন পুতিন। এসময় ইরানের শীর্ষ জেনারেলের হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়বে।

প্রেসিডেন্ট পুতিনের আগে রুশ সরকারের অন্যান্য কর্মকর্তারাও যুক্তরাষ্ট্রের এ হামলা ও হত্যকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

এর আগে সোলাইমানিকে হত্যা মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা উসকে দেবে বলে মন্তব্য করে রাশিয়া।

এক উদ্ধৃতির মাধ্যমে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেছেন।

উদ্ধৃতিতে বলা হয়, পরম বিশ্বস্ততার সঙ্গে সোলাইমানি ইরানিদের স্বার্থ সুরক্ষায় কাজ করেছেন। আমরা ইরানি জনগণের প্রতি গভীর শোক জানাচ্ছি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে মার্কিন সেনারা।

ওই হামলায় ইরাকের ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী হাশেদ আশ-শাবির উপ-প্রধান আবু মাহদি আল-মুহানদিসসহ ১০ জন নিহত হন।

Advertisement