‘মালয়েশিয়ার রাজনীতির আকাশ থেকে কালো মেঘ কেটে গেছে’

ব্রিট বাংলা ডেস্ক :: মালয়েশিয়ার (রাজনীতির) আকাশ থেকে কালো মেঘ কেটে গেছে। আকাশ এখন পরিষ্কার। ড. মাহাথির মোহাম্মদকে অন্তরালে পাঠিয়ে দেয়া এবং নতুন প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন মালয়েশিয়ার ঐতিহ্যবাহী রাজনৈতিক দল ইউএমএনও (উমনো) প্রধান ড. আহমেদ জাহিদ হামিদি। নতুন প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের নীতির প্রতি তার অল বারিসান ন্যাশনাল (বিএন)-এর সব দলই সমর্থন করবে বলে তিনি ঘোষণা করেছেন। এ খবর দিয়ে অনলাইন স্ট্রেইট টাইমস বলেছে, তিনি অভিনন্দন জানিয়েছেন মুহিদ্দিন ইয়াসিনকে। আশা প্রকাশ করেছেন, অল বারিসান ন্যাশনাল জোট জনগণের কল্যাণ নিশ্চিত করতে কাজ করবে। তার ভাষায়, আমরা জনগণের অগ্রাধিকারকে নিশ্চিত করবো। তাদের যাতে মঙ্গল হয় সেই চেষ্টা করবো।

রাজপ্রাসাদ ইস্তানা নেগারার বাইরে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। উল্লেখ্য, ড. মাহাথির মোহাম্মদের দল পারতি প্রিবুমি বারসাতু মালয়েশিয়ার প্রেসিডেন্ট ছিলেন মুহিদ্দিন। একই সঙ্গে তিনি পার্লামেন্টের পাগোহ আসনের এমপি। আজ রোববার রাজার সামনে হাজির হয়ে তিনি অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তবে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ করেছেন ড. মাহাথির মোহাম্মদ। কারণ, নিজ দলের কিছু এমপিকে বাগিয়ে নিয়ে এবং অন্য দলের কিছু এমপিকে সঙ্গে নিয়ে, বিশেষ করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দল ইউএমএনও’কে সঙ্গে নিয়ে তিনি গোপনে জোট গঠন করেছেন। ফলে তার পক্ষে সংখ্যাগরিষ্ঠতা মিলেছে। তার এমন কর্মকান্ডকে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যায়িত করেছেন মাহাথির। এ জন্য তার সামনে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করা ছাড়া কোনো বিকল্প ছিল না বলে জানিয়েছেন মাহাথির।

Advertisement