মা হতে চলেছেন কোয়েল

ব্রিট বাংলা ডেস্ক :: প্রথমবারের মতো মা হতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। স্বামী নিশপালের সঙ্গে একটি ছবি পোস্ট করে নায়িকা ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন এমন সুসংবাদ। স্বামী ও প্রযোজক নিশপাল সিংয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে ভক্তদের উদ্দেশ্যে কোয়েল লিখেন, এই দিনগুলো কাটছে হালকা লাথি, ঘুঁষিতে! নতুন জীবনের স্পন্দন এখন আমার ভেতর। উলের উষ্ণতা মেখে নতুন জীবনের অংশ হতে চলেছি। আমাদের সন্তান আসছে গরমেই ভূমিষ্ঠ হবে। আশীর্বাদ চাই। ২০১৩ সালের ১লা ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কোয়েল।আজ তাদের সপ্তম বিবাহ বার্ষিকী। এমন শুভ দিনে সুখবরটি জানালেন অভিনেত্রী।।

Advertisement