মিলানে প্রবাসীদের স্বার্থ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার

ব্রিট বাংলা ডেস্ক :: ইতালির মিলানে প্রবাসীদের স্বার্থ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মিলান বাংলা প্রেসক্লাব ইতালির উদ্যোগে। সেমিনারে ডিজিটাল পাসপোর্ট সমস্যা, প্রবাসীদের লাশ প্রেরণ, ভোটার আইডি দুতাবাসের মাধ্যমে প্রেরণসহ বিভিন্ন সমস্যা ও তাঁর সমাধানের বিষয়গুলো উপস্থাপন করা হয়।

সেমিনারে সভাপতির স্বাগত বক্তব্য রাখেন মিলান বাংলা প্রেসক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপদেষ্টা তুহিন মাহমুদ। আগত সবাইকে ধন্যবাদ জানান অনুষ্ঠানের সঞ্চালক সাধারণ সম্পাদক নাজমুল আহসান শামিম। থিংক আউট অফ দ্যা বক্স উপস্থাপন করেন সাংবাদিক আব্দুল বাসিত। সেমিনারে বাংলাদেশ থেকে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন বিএফইউজে মহাসচিব সাংবাদিক শাবান মাহমুদ। সেমিনারে অংশ নিয়ে প্রবাসীদের সমস্যা তুলে ধরেন কমিউনিটি প্রবীণ ব্যক্তিত্ব আকরাম হোসেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হানিফ শিপন, জামিল আহমেদ, চঞ্চল রহমান, আরফান সিকদার, হাজি শাহালম, মনিরুজ্জামান ননী, মামুন হাওলাদার, সুলতান সিকদার, তোফায়েল আহমেদ খান তপু, সাইদুর রহমান, আব্দুল খালেক রিন্টু, মতিন মিয়া, শরিফ উদ্দিন, জাসিম আহমেদ, জনতা এক্সচেঞ্জ ম্যানেজার মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার ফিরোজ আলম, ড. মেহেরুন নেসা লাকী, ইউনুস মোড়ল, মাওলানা পিয়ার আলী, জয়নাল মিয়া, মাওলানা বজলুর রহমান, সরোয়ার হোসেন, উম্মে হাবিবা, কাওছার হোসেন রাসেল, মঞ্জুরুল ইসলাম, সুয়েল আহমেদসহ কমিউনিটির বিভিন্ন নেত্রীবৃন্দ।

এছাড়া বক্তব্য রাখেন প্রেসক্লাব সদস্য রুহুল আমিন রাহুল, আহসান হাবিব শিমুল, শাহালম এবং জুবায়ের আহমেদ শিশু। সেমিনারে লোম্বার্দিয়া আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময়ে কমিউনিটির উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রেসক্লাব নেত্রীবৃন্দ। এবং এমআরপি সমস্যা, লাশ প্রেরন এবং সমসাময়িক সমস্যা সমাধানে প্রবাসী বান্ধব সরকারের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান বক্তারা।

Advertisement