মুম্বাই ও চেন্নাইয়ের অন্তত ৫৫ সাংবাদিক আক্রান্ত

ব্রিট বাংলা ডেস্ক :: ভারতের মুম্বাই ও চেন্নাইয়ের অন্তত ৫৫ সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবরের সন্ধানে নেমে এ ভাবেই করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন দুই শহরের অন্তত ৫৫ সাংবাদিক। এর মধ্যে ৫৩ জনই বাণিজ্যনগরী মুম্বইয়ের। বাকি দুজন চেন্নাইয়ের।

লকডাউনে ঘরে বসে থাকার উপায় তাঁদের নেই। নেই ঘরে বসে কাজ করার সুযোগও। পেশার তাগিদে রোজ ঘুরতে হচ্ছে অলি-গলি-রাজপথে। হাসপাতাল থেকে কোয়ারেন্টিন কেন্দ্রে। করোনার রেড জোন থেকে পিংক জোনে। তুলে আনছেন খবর।

সোমবার মুম্বইয়ের এক কর্মকর্তা ৫৩ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

সূত্রের খবর, বৃহন্মুম্বই পুরসভা বাণিজ্যনগরীর মোট ১৭১ সাংবাদিকের সোয়াব টেস্ট করে। তার মধ্যে ৫৩ জনের রিপোর্ট পজিটিভ আসে। পুরসভা সূত্রে খবর, আক্রান্ত সাংবাদিকদের আইসোলেশন ও কোয়ারেন্টিন কেন্দ্রে রাখা হবে।

এদিকে, তামিলনাড়ুর চেন্নাইয়ে রবিবার ২ সাংবাদিকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। চেন্নাইয়ের একটি আবাসনে ৫০ জনের করোনা টেস্ট হলে, এক সাংবাদিকের রিপোর্ট পজিটিভ আসে। তিনি ওই আবাসনের বাসিন্দা। ইতিমধ্যে ওই আবাসনটিকে কোয়ারেন্টিন করা হয়েছে।

আক্রান্ত সাংবাদিককে রাজীব গান্ধী সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর সাংবাদিক ভর্তি সরকারি স্ট্যানলে হাসপাতালে।

Advertisement