উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একই পরিবারের ৬ সদস্যকে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেশটির গুয়ানাজুয়াতো প্রদেশের প্রত্যন্ত একটি এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সোমবার (৩১ জানুয়ারি) করা প্রতিবেদনে ফরাসি বার্তা সংস্থা এএফপি তথ্যটি নিশ্চিত করেছে।
গুয়ানাজুয়াতো প্রদেশের পাবলিক প্রসিকিউটরের দফতর থেকে পাঠানো তথ্য অনুযায়ী, নির্মম এই হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের ওই ছয় সদস্যের মধ্যে চারজনই পুরুষ এবং বাকি দুজন হচ্ছেন নারী। তাদের প্রত্যেকের বয়স ২৪ থেকে ৭৩ বছরের মধ্যে। নিহত ব্যক্তিদের একটি ভবনের মধ্যেই পাওয়া যায় এবং সকলের শরীরেই গুলির আঘাতের চিহ্ন ছিল।নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেলেও পরে তা নিশ্চিত হওয়া যায়নি। শনিবার স্থানীয় সময় দিবাগত রাতে এই হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলেও ধারণা করছে পুলিশ।প্রসিকিউটরের দফতর থেকে জানানো হয়, গুয়ানাজুয়াতো প্রদেশের শিলাও পৌর এলাকায় গেল চার মসে এটি পঞ্চম কোনো হত্যাকাণ্ডের ঘটনা।বার্তা সংস্থা এএফপি জানায়, মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো প্রদেশটি তেল বিশুদ্ধিকরণ শিল্পের কারণে ভীষণই বিখ্যাত। যদিও মাদক কারবারিদের মাঝে দ্বন্দ্বের কারণে সাম্প্রতিক সময়ে এটি দেশটির সবচেয়ে সহিংস প্রদেশগুলোর মধ্যে একটি হয়ে উঠে। সেখানকার দুটি গ্রুপ মাদক পাচার ও তেল চুরিসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই দ্বন্দ্বে জড়িয়ে পড়ে।দেশটির সরকারি তথ্য অনুযায়ী- ২০০৬ সালের ডিসেম্বর মাসে উত্তর আমেরিকার এই দেশটির সরকার মাদকবিরোধী অভিযান শুরুর পর মেক্সিকোতে এ পর্যন্ত প্রায় তিন লাখ ৪০ হাজারেরও অধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।