মেসিকে পেতে চান পিএসজি কোচ

ব্রিট বাংলা ডেস্ক : সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হওয়ার পর শোনা গিয়েছিল, লিওনেল মেসি রেগেমেগে বার্সেলোনা ছেড়ে দিচ্ছেন। সেই বায়ার্নের কাছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হেরে যাওয়ার পর পিএসজির কোচ টমাস টুখেল এবার আর্জেন্টাইন মহাতারকাকে দলে পেতে আগ্রহ দেখালেন।

ইউরোপের সেরা ফুটবল ক্লাব হওয়ার জন্য নেইমার-এমবাপেদের দলে টেনেছিল পিএসজি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব হয়নি। তাছাড়া ফরাসি ক্লাবটি ছেড়ে অনেকেই চলে গেছেন। নতুন মৌসুমে নতুন করে শক্তিশালী দল তৈরি করতে হবে পিএসজিকে। ম্যাচ শেষে পিএসজি কোচ টুখেল এক প্রশ্নের জবাবে বলেন, ‘মেসিকে কোন কোচ নিতে চাইবেন না? মেসিকে আমাদের দলে সবসময় স্বাগতম। তবে আমার ব্যক্তিগত ধারণা, মেসি বার্সেলোনাতে থেকেই শেষ করবে।’

১২ বছর বয়সে বার্সায় যোগ দিয়েছিলেন মেসি। তার পরে দিন যত গড়িয়েছে, তিনি হয়ে উঠেছেন বার্সার প্রাণভোমরা। তার ক্লাব ছাড়ার জোর গুঞ্জনের মাঝে বার্সার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে, মেসি কোথাও যাবেন না। কিন্তু টুখেলের কাজটা কঠিন। আগামী মৌসুমে শক্তিশালী একটা স্কোয়াড বানাতে হবে তাকে, ‘এই মৌসুমে অনেক ফুটবলারই চলে গেছে। আগামী মৌসুম কঠিন হবে। তাই বেশ শক্তিশালী দল তৈরি করতে হবে। আগামী কয়েক দিনের মধ্যেই আমরা দল গঠন নিয়ে আলোচনায় বসব।’

Advertisement