মোল্লা বারাদারের সঙ্গে সিআইএপ্রধানের গোপন সাক্ষাত

তালেবানদের সিনিয়র নেতা আব্দুল গানি বারাদারের সঙ্গে গোপন বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস।আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্রের শীর্ষ কোনো কর্মকর্তা তালেবানের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করলেন।মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট তার প্রতিবেদনে জানায় সোমবার তাদের মধ্যে বৈঠকটি হয়।তবে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানাতে অস্বীকার করেছে সিআইএ।আগামী ৩১ আগস্টের মধ্যে মার্কিন নাগরিকদর আফগানিস্তান থেকে সরিয়ে নেয়ার কাজ শেষ না হলে পরিণতি ভোগ করতে হবে বলে সোমবার তালেবান হুঁশিয়ারি দেয়।এর মাঝে তালেবানের শীর্ষ নেতার সঙ্গে ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়। তবে মার্কিন নাগরিক এবং আফগান মিত্রদের সরিয়ে নেয়ার সময়সীমা বৃদ্ধির বিষয়ে তালেবানের নেতার সঙ্গে সিআইএ পরিচালকের আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ব্রিটেন, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্ররা জানিয়েছে, তাদের কর্মকর্তাদের সরিয়ে নেয়ার জন্য আরও সময়ের প্রয়োজন। কিন্তু তালেবানের একজন মুখপাত্র আগামী ৩১ আগস্টের পর কোনও সৈন্য আফগানিস্তানে অবস্থান করলে তা রেড লাইন অতিক্রম করবে বলে সতর্ক করে দিয়েছে।তালেবানদের সিনিয়র নেতা আব্দুল গানি বারাদারের সঙ্গে গোপন বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস।আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্রের শীর্ষ কোনো কর্মকর্তা তালেবানের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করলেন।মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট তার প্রতিবেদনে জানায় সোমবার তাদের মধ্যে বৈঠকটি হয়।তবে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানাতে অস্বীকার করেছে সিআইএ।আগামী ৩১ আগস্টের মধ্যে মার্কিন নাগরিকদর আফগানিস্তান থেকে সরিয়ে নেয়ার কাজ শেষ না হলে পরিণতি ভোগ করতে হবে বলে সোমবার তালেবান হুঁশিয়ারি দেয়।এর মাঝে তালেবানের শীর্ষ নেতার সঙ্গে ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়। তবে মার্কিন নাগরিক এবং আফগান মিত্রদের সরিয়ে নেয়ার সময়সীমা বৃদ্ধির বিষয়ে তালেবানের নেতার সঙ্গে সিআইএ পরিচালকের আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এদিকে ব্রিটেন, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্ররা জানিয়েছে, তাদের কর্মকর্তাদের সরিয়ে নেয়ার জন্য আরও সময়ের প্রয়োজন। কিন্তু তালেবানের একজন মুখপাত্র আগামী ৩১ আগস্টের পর কোনও সৈন্য আফগানিস্তানে অবস্থান করলে তা রেড লাইন অতিক্রম করবে বলে সতর্ক করে দিয়েছে।

Advertisement