যে কারণে নিজেকে ‘গাধা’ বললেন মমতা

ব্রিট বাংলা ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলের ‘বিশ্বাসঘাতক’দের উদ্দেশে আবারও ক্ষোভ উগরে দিলেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শুধু তাই নয়, তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শিশির ও শুভেন্দু অধিকারীকে সরল মনে বিশ্বাস করার জন্য নিজেকেই দুষলেন মমতা। নিজেকে ‘গাধা’ও বললেন। খবর আনন্দবাজার।

রোববার পূর্ব মেদিনীপুরের উত্তর কাঁথিতে মমতা বললেন, ‘মেদিনীপুরে আমি কাজ করেছি আর ওরা নাম কিনেছে। আমিই গাধা। যে সহজ সরল মনে অন্ধ ভাবে ওদের বিশ্বাস করেছি।’

সভায় শিশির ও শুভেন্দু অধিকারীকে গাদ্দার, মীরজাফর বলে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘আমিই বোকা। বোকার মতো ওদের বিশ্বাস করেছি। ওরা সেই বিশ্বাসের সুযোগ নিয়েছে। আমার ঘরে বসে সিঁদ কেটেছে। এখন বলছে ২০১৪ সাল থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছে। ঘরশত্রু বিভীষণ হয়ে থেকেছে ওরা।’

তিনি আরও বলেন, ‘বিশ্বাসঘাতকরা জয়ী হবে না। জয়ী হতে পারে না। ওরা আগে ইঁদুর ছিল এখন বাঘ হয়েছে। আর যার ক্ষমতায় বাঘ হয়েছে, এখন তাকেই খেতে আসছে। নির্বাচনের পর ওরা আবার ইঁদুরে পরিণত হবে।’

Advertisement