রমজানে প্রত্যেক কার্যদিবসে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৩০ মার্চ) এক সার্কুলারে এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক।সার্কুলারে বলা হয়েছে, রোববার থেকে বৃহস্পতিবার প্রত্যেক দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। কিন্তু লেনদেন চলবে সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।এরমধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি দেওয়া হয়েছে। তবে এ সময়ে নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কার্যক্রম অব্যাহত থাকবে।রমজান মাস শেষে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
Advertisement