রমজান উপল‌ক্ষে আব্দুর রহমান মে‌মো‌রিয়াল ট্রা‌স্টের খাদ্য সামগ্রী বিতরণ 

গোলাপগ‌ঞ্জের কিসমত মাউজভা‌গে রমজান উপল‌ক্ষে অসহায় ও দু:স্থ‌দের মা‌ঝে বিপুল প‌রিমান নিত্য প্র‌য়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ ক‌রে‌ছে আব্দুর রহমান ‌মে‌মো‌রিয়াল ট্রাস্ট ইউ‌কে।

গত শ‌নিবার ‌গোলাপগঞ্জ উপ‌জেলার ফুলবাড়ী ইউ‌নিয়‌নের মনসু‌রিয়া সরকারী প্রাথ‌মিক বিদ্যাল‌য়ে এ উপল‌ক্ষে এক অনুষ্টা‌নের আ‌য়োজন করা হয়।এ সময় উপ‌স্থিত ছি‌লেন শাহাব উদ্দীন চৌধূরী,ছা‌লিক মিয়া,কাওছার খান,না‌জিম মিয়া,র‌ফিক মিয়া,সু‌মেল খান,নজরুল ইসলাম টিপু,হা‌ফিজ রায়হান হো‌সেন,জু‌নেদ আহমদ চে‌ৗধুরী,আনু মিয়া,জুমান আহমদ,‌নিয়াজ উদ্দীন,মু‌বিন আহমদ,পা‌বেল আহমদ,শা‌হেদ আহমদ খান প্রমুখ।

এলাকাবাসী আব্দুর রহমান মে‌মোরিয়াল ট্রা‌স্ট্রের এ ধর‌ণের মহ‌তি কার্যক্র‌মের প্রশংসা ক‌রে ব‌লেন, এর দ্বারা স‌ত্যিই অসহায় মানুষগু‌লোর মু‌খে প‌বিত্র রমজা‌নের মুহু‌র্তে হা‌সি ফুটল। এ ধারা অব্যাহত থাক‌বে ব‌লে তারা আশাবাদ ব্যক্ত ক‌রেন।

এ‌দি‌কে অনুষ্ঠান সফল হওয়ায় আব্দুর রহমান ট্রাস্টের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে ও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে এর সহ সভাপতি জনাব মোঃ দিলওয়ার হোসেন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ।

Advertisement