রাজস্থানে সংঘবদ্ধ ধর্ষণ: চারজনের যাবজ্জীবন, ভিডিওফাঁসকারীর পাঁচ বছর

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের ২৬ এপ্রিল স্বামীর সামনেই সংঘবদ্ধভাবে ওই নারীকে ধর্ষণ করে পাঁচ ব্যক্তি। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর পুলিশ-প্রশাসন নড়েচড়ে বসে।
এরপর ১৮ মে চার্জশীট দেয় পুলিশ। ধর্ষক পাঁচজনের মধ্যে একজন কিশোর। এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন আরেকজন। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না দেওয়ার বিনিময়ে ওই নারীর কাছ থেকে ১০ হাজার রুপি চাওয়া হয়েছিল।

জানা গেছে, ধর্ষক ছোটে লাল (২২) হ্যান্সরাজ গুরজার (২০), অশোক কুমার (২০) ইন্দ্রাজ সিং (২২) কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ঘটনার তদন্তের সময় পুলিশ সুপার রাজিব পাচারকে বদলি এবং থানাগাজি এসএইচও সরদার সিংকে বরখাস্ত করা হয়।

Advertisement