রাশিয়ার আগ্রাসন বন্ধ করার লক্ষ্যে ইউক্রেন হেগের আন্তর্জাতিক বিচার আদালতে একটি অভিযোগ দায়ের করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রোববার এক টুইটার বার্তায় বলেছেন, আগ্রাসনের ন্যায্যতা দিতে গণহত্যার জন্য রাশিয়াকে জবাবদিহি করতে হবে।তিনি আরো বলেন, এখনই সামরিক তৎপরতা বন্ধ করার জন্য রাশিয়াকে নির্দেশ প্রদানের একটি জরুরি সিদ্ধান্ত নেয়ার জন্য আমরা আদালতে অনুরোধ জানিয়েছি এবং আশা করি আগামী সপ্তাহে বিচার শুরু করা হবে।
Advertisement