লকডাউন আইন ভঙ্গ করে বিয়ের অনুষ্ঠান এবং পুলিশের কান্ড

ব্রিটবাংলা ডেস্ক : করোনার সংক্রমন ঠেকাতে ইংল্যান্ডে এখনো ৩০ জনের বেশি মানুষের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা রয়েছে। লকডাউন নিয়ম অনুযায়ী, বর কনে, বরযাত্রী, স্বাক্ষীসহ ৩০ জনের বেশি উপস্থিত হতে পারবে না বিয়ের অনুষ্ঠানে। কিন্তু টেলফোর্ডে লকডাউন ভঙ্গ করে পুলিশের উপস্থিতিতে একটি বিয়ের অনুষ্ঠান হয়েছে। লকডাউন আইন ভঙ্গের জন্য জরিমানা না করে ৩ পুলিশ অফিসার বরং বিয়ের অনুষ্ঠানে বর এবং তাদের দামি গাড়ি বহরের সামনে মাটিতে হাঁটু গেড়ে ছবি তুলেছে। এই ছবি তোলার পর অতিথিদের নিয়ে টেলফোর্ডের ওয়েলিংটন থেকে বার্মিংহ্যামের ক্রিস্টাল প্লাজা হলে আসে বর পক্ষ। এখানে প্রায় দু’শর বেশি অতিথির উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত সপ্তাহে।

বরের সঙ্গে পুলিশের ছবি প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে পুলিশ। স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, স্রপশায়ারের টেলফোর্ড এলাকার ওয়েলিংটনে প্রায় পনের জন অতিথির উপস্থিতিতে একটি এশিয়ান বিয়ের অনুষ্ঠানে ডিউটিরত পুলিশ অফিসাররা ছবি তুলেছেন। কিন্তু ছবিতে সামাজিক দূরত্ব মানা হয়নি। এমন কি লকডাউন আইন ভঙ্গের দায়ে তাদেরকে জরিমানাও করা হয়নি। স্থানীয় কাউন্সিল থেকে বিষয়টি তদন্ত করার জন্যে পুলিশকে আহ্বান জানিয়েছে।

Advertisement