লন্ডনে ছিনতাইকারী গ্যাংয়ের ১৮ বছরের জেল : Moped gang jailed for more than 18 years

ব্রিটবাংলা ডেস্ক : লন্ডনে একটি মোটরবাইক গ্যাংকে ১৮ বছরের বেশি জেলদন্ড দিয়েছে আদালত। এই গ্যাং লন্ডনের বিভিন্ন এলাকায় প্রায় ৩ সপ্তাহে অন্তত ১শ১২টি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। ২টি মোটরবাইকে গত ১৮ এপ্রিল থেকে ৫ মের ভেতরে গ্রেটার লন্ডনের কেমডেন, ওয়েস্টমিনষ্টার, কেনসিংটন এন্ড চেলসি এবং ইজলিংটন থেকে মোবাইলসহ অন্যান্য ব্যক্তিগতদ্রব্য ছিনতাই করে তারা। বুধবার সাউথার্ক ্ক্রাউন কোর্ট তাদের সাজার মেয়াদ ঘোষণা করা হয়। এর আগে গত ২৭ জুন ৪ জনের মধ্যে ৩ জন একই আদালতে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে দোষ স্বীকার করে।

সাজাপ্রাপ্ত একজনের বয়স হল ১৮ বছর। তার নাম ক্লাউডা পারকিনসন। সে উত্তর লন্ডনের বাসিন্দা। তাকে ৫ বছর ২ মাসের কারাদন্ড দেওয়া হয়। বাকী দুজনের বয়স যথাক্রমে ১৬ ও ১৫ বছর। দুজনই ইজলিংটনের বাসিন্দা। তাদেরকে জনপ্রতি ৪ বছর ২ মাস করে কারাদন্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত চতুর্থ ব্যক্তির নাম শামসুল চৌধুরী। তার বয়স ৪০ বছর। তিনি টাওয়ার হ্যামলেটসের বেথনালগ্রীনের বাসিন্দা। গত ৪ আগষ্ট একই আদালতে চুরির মালামাল হ্যান্ডলিংয়ের অভিযোগের কথা স্বীকার করেন তিনি। তাকে ৪ বছর ১০ মাসের জেলদন্ড দেওয়া হয়েছে।

আদালত জানিয়েছে, ১৮, ১৬ ও ১৫ বছরের সাজাপ্রাপ্ত ৩ ছিনতাইকারী লন্ডনের ব্যস্ততম রাস্তাগুলোতে মোটরবাইকে করে পথচারীদের মোবাইলসহ অন্যান্য পণ্য ছিনতাই করত। কখনো কখনো হ্যামার দিয়ে দোকানপাট ভেঙ্গে চুরি করতেও দেখা গেছে তাদের। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গত ৬মে ১৮ বছর বয়সী পারকিনসন্সকে প্রথম গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদের সুত্র ধরে ১৬ ও ১৫ বছর বয়সীদের গ্রেফতার করা হয়। এই তিনজনকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে গত ২৬শে মে টাওয়ার হ্যামলেটসে শামসুল চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন চুরির মালামাল উদ্ধার করে পুলিশ। এসব মালামালের সঙ্গে ওই ৩ ছিনতাইকারীর যুগসুত্র পায় পুলিশ। শামসুল চৌধুরী চুরির কিছু মালামাল বাংলাদেশে পাঠিয়ে থাকতে পারেন বলেও ধারণা করছে পুলিশ।

Moped gang jailed for more than 18 years

A moped gang who carried out more than 100 robberies in a period of less than three weeks have been jailed today, Wednesday, 11 October, for a total exceeding 18 years.

Between 18 April and 5 May this year, the gang of four males, travelling on two mopeds, robbed victims of their mobile phones and personal possessions across the boroughs of Camden, Westminster, Kensington and Chelsea and Islington.

[A] Claude Parkinson, 18 (16.09.99) of Thornhill Square, N1 was sentenced at Southwark Crown Court to five years and three months’ imprisonment.

[B] a 16-year-old boy from Islington, and [C] a 15-year-old boy from Islington were each sentenced to four years and two months’ imprisonment.

All three had pleaded guilty to conspiracy to commit robbery at an earlier hearing at Southwark Crown Court on 27 June.

A fourth man, [D] Shamsul Chowdhury, 40 (02.06.77) of Usk Street, E2 pleaded guilty at the same court on 4 August to handling stolen goods. He was sentenced to four years and ten months’ imprisonment.

Armed with weapons, the robbery suspects rode around the streets of London looking for victims carrying items of value, mainly mobile phones.

Once a victim was spotted, the mopeds would approach them and possessions – often mobile phones – would be snatched.

On occasions the mopeds would mount the pavement and some victims were threatened with a hammer and a metal bar.

On one occasion, the gang were spotted by an eagle-eyed, quick-minded photographer who took the opportunity to capture the criminals in action. The photographs were of high quality and were able to capture the distinct markings on the suspects’ clothing such as logos and paint marks.

Making use of the distinguishing marks and distinctive mopeds, officers viewed hours of CCTV footage where the offences occurred and were able to map the route the suspects took.

Parkinson was arrested on 6 May after he was identified by detectives from Westminster Crime Squad. The images that had been circulated showed one of the suspects had part of a finger nail missing and also by a blemish on his nose – these matched up to Parkinson.

Over the next few days, further inquiries identified and led to the arrest of the two other males, aged 15 and 16.

During the search of the 15-year-old’s Islington home, photographs and video footage were found showing the suspects with the same distinguishing marks and clothing. They were seen to be riding mopeds dangerously and doing wheelies down the road.

Following mobile phone analysis, officers were able to establish that the trio took a taxi to Tower Hamlets where they met Chowdhury and exchanged the stolen goods for cash.

On 26 May, officers raided Chowdhury’s home address and found the phone used to send and receive messages from the group. They also found 30 smartphones, several laptops, £3,000 in cash and a list of stolen phones which had been sold on.

Some of the seized stolen property was linked to two residential burglaries in Sutton, south London and a high-value warehouse burglary in Essex along with numerous moped-enabled robberies.

They also found a notebook in which Chowdhury had detailed items he had received. Between 5 April and 17 May, Chowdhury logged the receipt of 327 items – the majority of these were mobile phones. Values were put next to them which totalled £52,150 – it has not been established if this was the price paid for the items or the money received for selling them on.

Chowdhury is believed to have shipped some of the phones to Bangladesh. Evidence presented by police included bulk text messages sent by Chowdhury to potential robbery suspects giving a price list of phone models and what he would pay. The prosecution claimed that by providing a ready market for stolen phones, Chowdhury was encouraging the offences.

Between 18 April and 5 May, there were 212 robbery and snatch offences in Westminster – 83 of these were committed by this gang.

 

Advertisement