লন্ডনে জেরেমি করবিনের উপর ডিম নিক্ষেপ : একজন গ্রেফতার

ব্রিটবাংলা ডেস্ক : লন্ডনে একটি মসজিদের সামনে লেবার পার্টির জেরেমি করবিনের উপর ডিম নিক্ষেপের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে নিজের নির্বাচনী আসন ইজলিংটন নর্থে অবস্থিত ফিন্সবারি পার্ক মসজিদের সামনে যুদ্ধ বিরোধী নেতা জেরেমি করবিনের উপর ডিম নিক্ষেপ করা হয় বলে লেবার পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ডিম নিক্ষেপের ফলে লেবার লিডার কোনো ধরনের আঘাত পাননি বলেও দল থেকে নিশ্চিত করা হয়েছে।
এদিকে মেট পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আটক ব্যক্তি ব্রেক্সিট সমর্থক বলেও ধারণা করা হচ্ছে।
রোববার ভিজিট মাই মস্ক ডে উপলক্ষ্যে ফিন্সবারি পার্ক মস্ক এবং মুসলিম ওয়েলফেয়ার হাউস পরিদর্শনে গিয়েছিলেন তিনি। ইংল্যান্ডে অমুসলিমদের জন্যে গত কয়েক বছর ধরে ভিজিট মাই মস্ক ডে পালন করা হচ্ছে। এর মাধ্যমে অমুসলিমদের তাদের স্ব স্ব এলাকার মসজিদ ঘুরে দেখার আহ্বান জানানো হয়। কৌতুহলী অমুসলিমরা মসজিদে যাওয়ার পর আপ্যায়নের সাথে সাথে তাদেরকে ইসলাম, মুসলিম কমিউনিটি এবং মসজিদ সম্পর্কে বিভিন্ন ধারণা দেওয়া হয়।

Advertisement