লন্ডনে তৃতীয় বারের মতো একুশের প্রভাতফেরি

ব্রিটবাংলা ডেস্কঃলন্ডনে তৃতীয় বারের মতো একুশের প্রভাতফেরি আয়োজন পরিষদের উদ্যোগে একুশের সকালে আলতাব আলী পার্কের শহিদ মিনারে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়েছে।

প্রভাতফেরিতে লন্ডনের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা-কমীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন ।


সকাল সাড়ে ১০ টায় শুরু হওয়া প্রভাতফেরি আলতাব আলী পার্কের চারদিক ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয় । এরপর আয়োজন পরিষদের পক্ষ থেকে মহান ভাষা শহিদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পাজ্জলি অর্পন করা হয় ।
প্রভাতফেরি শেষে আয়োজন পরিষদের সদস্য সচিব ইফতেখারুল হক পপলুর উপস্থাপনায় সংক্ষিপ্ত সভায় সমাপনী বক্তব্য দেন আয়োজন পরিষদের আহবায়ক আবু মুসা হাসান ।

সমাবেশ থেকে আয়োজন পরিষদের পরবর্তী কর্মসুচী আগামী ২৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টায় আলতাব আলি পার্কে শিশু কিশোর সমাবেশে শিশু কিশোরসহ সবাইকে উপস্হিত থাকার জন্য অনুরোধ জানানো হয় ।
শিশু-কিশোর সমাবেশে বাঙালির মাতৃভাষা রক্ষার আন্দোলন এবং ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরা হবে নতুন প্রজন্মসহ অন্যান্য ভাষাভাষির মানুষের কাছে ।

পরিবেশন করা হবে অমর একুশের গান এবং দেশাত্ববোধক গান। এতে নেত্রীত্ব দেবেন বিলেতের সুনামখ্যাত শিল্পী গৌরি চৌধুরী।


প্রভাতফেরিতে নেতৃ স্থানীয়দের মধ্যে উপস্হিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা আবু মুসা হাসান, মোহাম্মদ আবদুর রকিব, হারুনুর রশীদ , সত্যব্রত দাস স্বপন, নিসার আহমদ, আনসার আহমদ উল্লাহ , শাহিদ আলী ,আ ক ম চুন্নু ,নুরুল ইসলাম , সৈয়দ আনাস পাশা , জামাল খান , শাহরিয়ার বিন আলী , কাজী রোকসানা, ইয়াসমিন মাহমুদ পলিন , স্মৃতি আজাদ , সায়েম চৌধুরী,জুয়েল রাজ , ইফতেখারুল হক পপলু , জেসমিন চৌধুরী, লিলি দত্ত,অসীম চক্রবর্তী , সাইফুল ইসলাম খান প্রমুখ ।

Advertisement