লন্ডনে প্রেস মিনিস্টার আশেক চৌধুরী

অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সম্পর্ক ত্যাগের শর্তে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে দুই বছরের জন্য ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।

লন্ডনে বাংলাদেশ হাই কমিশন নিয়ে ব্রিটবাংলায় প্রকাশিত পূর্বের সংবাদ :

https://britbangla24.com/news/42708

https://britbangla24.com/news/45713

https://britbangla24.com/news/46622

https://britbangla24.com/news/46221

৫৫ বছর বয়সী আশেক লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদালয়ের বাংলা বিভাগে। তবে তার সাংবাদিকতার ক্ষেত্র ছিল মূলত অর্থ ও বাণিজ্য। বাসস ছাড়াও ইংরেজি দৈনিক অবজারর্ভার, ফাইনানশিয়াল এক্সপ্রেসে এবং নিউ এইজ কাজ করেছেন তিনি।

বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময়ে যে ২৭ সাংবাদিককে ‘দলীয় বিবেচনায়’ চাকরিচ্যুত করা হয়েছিল, তাদের মধ্যে আশেক চৌধুরীও ছিলেন।

হাই কোর্টের আদেশে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আশেকসহ ১৫ জন বাসসে চাকরি ফিরে পান।

এক মেয়ের বাবা আশেকুন্নবী চৌধুরী বেশি কিছুদিন দেশের বাইরেও ছিলেন।

Advertisement