লন্ডনে বড়লেখা উপজেলা চেয়ারম্যানকে দৌলতপুর সোসাইটির সংবর্ধনা

যুক্তরাজ্য সফররত বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ কে সংবর্ধনা দিয়েছে দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা সংবর্ধিত অতিথিকে দলমতের ঊর্ধ্বের একজন জনপ্রতিনিধি হিসেবে উল্লেখ করে বলেন, ব্যক্তিগত জীবনে তিনি একজন সৎ, আদর্শবান মানুষ। তাঁর মতো ব্যক্তি সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকলে এলাকার উন্নয়ন হবেই।

গত ৩০শে সেপ্টেম্বর সোমবার স্হানীয় সময় বিকাল ৪টায় ইস্ট লন্ডনের ব্রিকলেনস্হ আমার গাঁও রেস্টুরেন্ট হলরুমে
সোসাইটির সাংগঠনিক সম্পাদক জামিল আহমদের পরিচালনায় সোসাইটির সভাপতি সাবেক ব্যাংকার নাজমুল হক টুনুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন
লন্ডন টাওয়ার হ্যামলেটসের অন্যতম কাউন্সিলার রাজিব আহমদ।সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, এছাড়াও গ্রেটার বড়লেখার সাধারন সম্পাদক ফখরুল ইসলাম জীবন,মাথিউরা ইউনিয়নের সাবেক চেয়াম্যান আব্দুল হান্নান,সোসাইটির সেক্রেটারী আব্দুল গফুর মফিক, সাবেক সেক্রেটারী মজির উদ্দিন মনু,সহ সভাপতি হেজাজ আলম,বিশিষ্ট কমিউনিটি নেতা সোহরাব হোসাইন,সহ সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ রাসেল,প্রবাসী সাংবাদিক জিয়াউর রহমান, আব্দুল কুদ্দুছ,আজিজুর রহমান, আবু নোমান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সোয়েব আহমদ তাঁর জন্য এমন অনুষ্ঠান আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, দল-মতের ঊর্ধ্বে আমাদের বড় পরিচয় ‘আমরা বড়লেখাবাসী’। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে কাজ করলে অবশ্যই দৌলতপুর গ্রামের উন্নয়ন সম্ভব। আমি আমার অবস্হান থেকে মাদ্রাসা,স্কুল, মসজিদ,রাস্হাঘাটের উন্নয়নে পাশে পাবেন।

অনুষ্টানে সোাসাইটির সদস্য সাবুল আহমদ,জেবুল আলম, রুহেল আহমদ,আব্দুল আহাদ,শিরিন আহমদ,ফেরদৌস আহমদ,লু্ৎফুর রহমান,দেলওয়ার হোসাইন,জাহেদ আহমদ,
পারবেজ আহমদ,আবু কাসেম,মাহমুদুল হাসান এমরান,কাওসার আহমদ,উবায়েদ হাসান উপস্হিত ছিলেন।

সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান সোসাইটির সদস্যবৃন্দ।

Advertisement