লন্ডনে বাসের ভেতরে সংঘটিত সার্বিক অপরাধ কমলেও বেড়েছে যৌন হয়রানী : London’s best and worst boroughs for bus crime

ব্রিটবাংলা রিপোর্ট : গ্রেটার লন্ডনের ৩২টি বারায় বাসের ভেতরে সংঘটিত সার্বিক অপরাধ গত বছরের তুলনায় প্রায় ৭ শতাংশ কমেছে। তবে বেড়েছে যৌন হয়রানী সংক্রান্ত অপরাধের মাত্রা। সংঘটিত সার্বিক অপরাধের মধ্যে চুরির ঘটনাই প্রায় অর্ধেক।  আর বেশি অপরাধের ঘটনা ঘটেছে ওয়েস্ট মিনস্টার বারায়।

চলতি বছরের জানুয়ারী থেকে জুনের ভেতরে ৭ হাজার ৯শ ৫৭টি অপরাধের ঘটনা ঘটেছে লন্ডনের বাসগুলোতে। যা গত বছরের তুলনায় ৬ দশমিক ৯ শতাংশ কম। গত বছর এই সংখ্যা ছিল ৮ হাজার ৫শ ৪৫। এবছর সংঘটিত সার্বিক অপরাধের মাত্রা কমলেও বাসের ভেতরে যৌন হয়রানী সংক্রান্ত অপরাধের ঘটনা বেড়েছে প্রায় ১০ শতাংশ। অন্যদিকে সার্বিক অপরাধের মধ্যে চুরির ঘটনা হল সবচাইতে বেশি।

দ্যা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস এবং ট্রান্সপোর্ট ফর লন্ডনের প্রকাশিত তথ্যে অবশ্য দ্যা সিটি অব লন্ডন বারায় বাসের ভেতরে সংঘটিত অপরাধের কোন হিসেব নেই। আর এসব তথ্যের ভিত্তিতে কোন্ বারায় কত অপরাধ হয়েছে তা বিশ্লেষণ করেছে লকস্মীথ সার্ভিস নামে একটি ওয়েব সাইট।

তাতে দেখা গেছে বাসে সংঘটিত অপরাধের তালিকার শীর্ষে রয়েছে ওয়েস্ট মিনস্টার বারা। এরপরেই আছে হ্যাকনি, কেমডেন, হ্যারিঙ্গে, ল্যামবেথ এবং ইসলিংটন বারা।

২০১৬ সালে বাসে সংঘটিত অপরাধের তালিকায় ৮ নম্বরে ছিল ইলিং বারা। চলতি বছর তা শীর্ষ ১০ থেকে বের হয়ে নিরাপদ বারার তালিকায় চলে এসেছে। ল্যামবেথও গত বছর সংঘটিত অপরাধের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল। এবার পাঁচে এসেছে।

তবে বাসের ভেতরে মোটামুটি নিরাপদ বারা হল রিচমন্ড, কেনসিংটন, সাটন এবং হ্যারো বারা।

London’s best and worst boroughs for bus crime

Westminster has topped the list as the worst London borough for bus crime, figures have revealed.

New analysis of stats found the number of sexual offences reported on the capital’s buses rocketed this year, despite overall crime on London buses dropping by nearly seven per cent.

After Westminster, the boroughs of Hackney and Camden recorded the most crime on buses followed by Haringey, Lambeth and Islington.

The safest borough for bus crime was leafy Richmond, followed by Kingston, Sutton and Harrow.

The data, which covered all 32 London boroughs except the City of London, comes from the Office for National Statistics and Transport for London and was analysed by website Locksmith Service.

It revealed the total number of crimes committed on buses between January and June this year was 7,957, down by 6.9 per cent from 8,545 crimes in the same period last year.

The most common crime was theft, which accounted for nearly half of all offences committed on the capital’s buses.

Despite most crimes dropping, the number of sexual offences committed on the buses rocketed by nearly 10 per cent, the data showed.

Ealing, which was rated eighth for highest number of bus crimes in 2016, appears to have been safer in 2017, dropping out of the top 10 list.

Lambeth, which was second worst for bus crime last year, also recorded fewer crimes in 2017, dropping to fifth place.

Steve Burton, TfL’s director of enforcement and on-street operation, highlighted the fact crime on the bus network is falling.

Advertisement