বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত গোলাবশাহ (রহঃ) ইমামবাড়ি হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব হাফিজ নোমান আহমদ চৌধুরী স্মরণে ইসালে সওয়াব মাহফিল ২৮ জুন বুধবার বাদ আসর সন্ধ্যা সোয়া ৭ টার সময় ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
উক্ত ইসালে সওয়াব মাহফিলটি যৌথভাবে
আয়োজন করে বিয়ানীবাজার ওলামা পরিষদ ইউকে,কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে,শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এবং হযরত গোলাবশাহ (রহঃ) ইমামবাড়ি হাফিজিয়া মাদ্রাসার ইউকেতে বসবাসরত প্রাক্তন ছাত্রবৃন্দ। কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি হাফিজ নাজিম উদ্দিন ও হাফিজ মতিউল হকের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন ব্রিকলেন জামে মসজিদের ইমাম মৌলানা জিল্লুর রহমান
চৌধুরী,বিশিষ্ট কমিউনিটি নেতা আশুক আহমদ,বিয়ানীবাজার ক্যানসার হাসপাতালের ফান্ড রাইজিং ডিরেক্টর আলহাজ্ব আব্দুস সফিক,কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল কাদির,বাংলাদেশ সেন্টার লন্ডনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্টের সভাপতি হাবিবুর রহমান ময়না,বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সভাপতি জাহাংগীর খান,যুক্তরাজ্য আল-ইসলাহ’র সভাপতি হাফিজ মাওলানা আব্দুল জলিল,বিয়ানীবাজার ওলামা পরিষদ ইউকে’র সভাপতি মাওলানা ছাদ উদ্দিন ও শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি রফিক উদ্দিন,বৃষ্টল জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা ফজলুল করিম,কার্ডিফ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা বদরুল হক, শাহজালাল মসজিদের ইমাম হাফিজ মাওলানা খয়রুল আলম,কিথলী জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা হেলাল উদ্দিন,সেন্ট্রালবন্দ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুশ শহিদ, দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেম আল্লামা মোজাহিদ উদ্দিন চৌধুরী। মাহফিলে সদ্য প্রয়াত বিয়ানীবাজার ক্যানসার হাসপাতালের ফান্ড রাইজিং ডিরেক্টর আলহাজ্ব আব্দুস সফিকের ছোট ভাই আব্দুল মালিকের জন্য দোয়া করা হয়। উক্ত মাহফিলে লন্ডন ছাড়া ও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে মাদ্রাসার প্রাক্তন ছাত্ররা অংশনেন। এদের মধ্যে অংশনেন জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আনছার আহমদ, হাফিজ মাওলানা গিয়াস উদ্দিন,হাফিজ মাওলানা ময়নুল হক,হাফিজ মাওলানা হাসান আহমদ,হাফিজ মাওলানা আবদুল্লা,হাফিজ মাওলানা আমিনুল হক,মাওলানা নজরুল ইসলাম,মাওলানা ইলাছ আহমদ,হাফিজ মাওলানা শিহাব উদ্দিন,মাওলানা আবদুস ছবুর,মাওলানা আশরাফুল ইসলাম। কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন সাবেক কাউন্সিলার মামুন রশীদ,মুহিবুর রহমান চুনু,আতাউর রহমান আতা, ডা: কাওসার আহমদ হক,ছায়াদ আহমদ সাদ,কবির আহমদ,আমিনুর রহমান সেলিম,জয়নাল আবেদীন,মাহমুদ হোসেন সেলিম,সাহিদ আহমদ মারুপ,আমিনুল হক লিটন,কয়েছ আহমদ,সাংবাদিক এমরান আহমদ,কামরুল হোসেন মুন্না,সফিকুল হক এবাদ,আমিনুল হক। উল্লেখ্য,হযরত গোলাবশাহ (রহঃ) ইমামবাড়ি হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফিজ নোমান আহমদ চৌধুরী ৬ জুন সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ ৫৩ বছর ধরে মৃত্যুর পূর্ব পর্যন্ত এ মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব পালন করেন।
ACB#@