লন্ডনে ৪০ মিনিটের ভেতরে ছুরিকাঘাতে দুই খুন : Two people stabbed to death in London within 40 minutes 

ব্রিটবাংলা ডেস্ক : আবারো রক্তাক্ত হল লন্ডনের স্ট্রীট। ঘাতক ছুরি এবার ৪০ মিনিটের ভেতরে দু’টি তাজা প্রাণ কেড়ে নিয়েছে। আরেকজন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন হাসপাতালে।

নাইফ ক্রাইম প্রতিরোধে গত সপ্তাহে বেশ ব্যস্ত ছিলেন হোম সেক্রেটারী আম্বার রুড এবং লন্ডন মেয়র সাদিক খান। হোম সেক্রেটারীর কঠোর  আইন ঘোষণা এবং লন্ডন মেয়র সাদিক খানের গোল টেবিল বৈঠকের পরপর রোববার আবারো ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে লন্ডনে।

মেট পুলিশ জানিয়েছে, রোববার বিকাল ৫টা ৫৮ মিনিটের দিকে নর্থ ওয়েস্ট লন্ডনের কলিনডেইলে ২০ বছর বয়সী এক তরুন ছুরিকাহাত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন।

অন্যদিকে সাউথ লন্ডনের ব্রিক্সটনে বিকাল ৬টা ৩৬ মিনিটের দিকে দ্বিতীয় ছুরিকাঘাতের ঘটনায় ৩০ বছর বয়সী এক মহিলা খুন হন। তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করে পুলিশ। এ ঘটনার সঙ্গে সংশ্লিস্ট সন্দেহে ২০ বছর বয়সী এক তরুনকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে উপরের দুই ঘটনার পর তিন ঘন্টা পরে তৃতীয় ছুরিকাঘাতের ঘটনায় ২০ বছর বয়সী আরেক তরুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে হ্যারিঙ্গের আলেকজান্দ্রা পেলেসের কাছে অপর এক ছুরিকাঘাতের ঘটনার সঙ্গে সংশ্লিস্ট সন্দেহে ১৯ বছর বয়সী এক তরুনকে গ্রেফতার করেছে পুলিশ।

লন্ডনে চলতি বছর ছুরিকাঘাতের ঘটনায় এ পর্যন্ত ৩৫ জনের বেশি তরুন-তরুনী খুন হয়েছে।

 

Two people stabbed to death in London within 40 minutes

Two people have been stabbed to death in London in separate attacks within 40 minutes of one another.

A man thought to be in his 20s died in hospital after being attacked in Colindale, north-west London, while a woman in her 30s died at the scene of a stabbing in Brixton, south London.

An 18-year-old man is in a critical condition after a third separate stabbing three hours later, on Sunday.

More than 35 people have been stabbed to death in the capital so far in 2018.

A woman in her 20s has been arrested in connection with the Colindale attack.

Police said they were called at 17:58 BST on Sunday to Zenith Close and found a man with stab wounds. He died in hospital later that evening.

Police said the victim and suspect were believed to have been known to one another.

A man in his 20s has been arrested on suspicion of murder over the Brixton death.

At 18:36 BST officers were called to a home in Sudbourne Road, where a woman in her 30s had been attacked.

She was pronounced dead at the scene. Her next-of-kin have been informed, police said.

In the separate attack near Alexandra Palace, Haringey, a 19-year-old man was arrested near to the scene and taken into custody at a north London police station.

Advertisement