ব্রিটবাংলা রিপোর্ট : লন্ডনের ব্যস্ততম রেল স্টেশন ওয়াটার লো স্টেশনে বুধবার পর্যন্ত সমস্যা থাকবে। মঙ্গলবার সকাল ৫টা ৪০ মিনিটের দিকে একটি ট্রেইন লাইনচ্যুত হবার পর তা মেরামত করতে বুধবার পর্যন্ত সময় লাগবে বলে সাউথ ওয়েস্ট ট্রেইন সার্ভিস জানিয়েছে। সাউথ ওয়েস্ট ট্রেইন সার্ভিসের একটি ট্রেইন লাইনচ্যুত হয়েছিল। সিগন্যাল সমস্যার ফলে সৃষ্ট লাইনচ্যুতের ঘটনায় কিছু যাত্রী আহত হয়েছেন। এই ঘটনার রেশ ধরে বুধবার বিকেল পর্যন্ত ট্রেইন সার্ভিস বিলম্ব বা বাতিল হতে পারে বলে সতর্ক করেছে ন্যাশনাল রেইল সার্ভিস। বর্তমানে ওয়াটার লো স্টেশনে ১ থেকে ১৩ নম্বর প্ল্যাট ফর্মে কোন সার্ভিস নেই।
লন্ডন ওয়াটার লো স্টেশন সংস্কার কাজের সংবাদ :
London Waterloo Station : Passengers face another day of chaos on Wednesday
Commuters are set to face another day of chaos at Waterloo after a train derailed amid improvement works on a major London transport line.
A South West Trains (SWT) service came off the tracks near Britain’s busiest station at 5.40am on Tuesday.
The derailment coupled with an unrelated signal failure left passengers facing carnage at the station during morning rush hour.
Now, National Rail has warned customers to expect delays and cancellations until the end of service on Wednesday.
Services are currently unable to use platforms 1 – 13 at the transport hub.
A statement posted on National Rail’s website read: “Most trains are experiencing severe delays and are subject to short notice alterations. Disruption to services is likely to persist until the end of service on August 16.