লন্ডন ও বার্মিংহ্যামে লকডাউন বিরোধী বিক্ষোভ

ব্রিটবাংলা ডেস্ক : ইউকে এবং ইউরোপের বিভিন্ন দেশে লকডাউন বিরোধী বিক্ষোভ শনিবার। ইংল্যান্ডের লন্ডন, বার্মিংহ্যাম এবং জার্মানির বার্লিনে হাজার হাজার মানুষের উপস্থিতি এই বিক্ষোভ হয়।
ইউনাইট ফর ফ্রিডম-এর উদ্যোগে আর নয় লকডাউন, আর নয় ভ্যাকসিন, আর নয় সরকারের মিথ্যাচার- এই শ্লোগান নিয়ে শনিবার বিকেলে কয়েক হাজার মানুষ সমবেত হয় ট্রাফলগার স্কয়ারে। বিক্ষোভে খুব অল্প সংখ্যক মানুষের মুখে মাস্ক পরা থাকলেও সামাজিক দুরত্ব বজায় রাখা হয়নি।
সমাবেশে অংশ গ্রহণকারীরা মনে করেন, করোনা ভাইরাস নিয়ে এক ধরনের ধাপ্পাবাজি চলছে। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক খেলা। বিক্ষোভে অংশগ্রহণকারী কারো কারো হাতে প্লেকার্ডে লেখা রয়েছে, “মাস্ক পরলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে। মাস্কে সংক্রমনের ঝুঁকি বাড়ায়।” অন্য একটি প্লেকার্ডে লেখা রয়েছে, “বিজ্ঞান ফেইক এবং কোভিড ১৯কে ব্যাড ফ্লু’র সঙ্গে তুলনা করা যেতে পারে।”
বার্মিংহ্যামের ভিক্টোরিয়া স্কয়ারে প্রায় ১০ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন।
উল্লেখ্য করোনা ভাইরাসে এরিমধ্যে বৃটেনে প্রায় ৪২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আগামী শীত মৌসুমে আরো প্রায় ৮৫ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে সরকারের এক রিপোর্টে আগাম সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement