লন্ডন থেকে লাইসেন্স নিয়ে ক্যাবিং হচ্ছে বার্মিংহ্যাম ও বৃস্টলে : Hundreds of London minicabs working outside capital

ব্রিটবাংলা ডেস্ক : ট্রান্সপোর্ট ফর লন্ডন  সংক্ষেপে টিএফএল থেকে লাইসেন্স নিয়ে ড্রাইভাররা মিনি ক্যাবিং করছেন লন্ডনের বাইরে বিভিন্ন শহরে। প্রায় ১ হাজারের বেশি ড্রাইভার টিএফএলে রেজিস্টার্ড কিন্তু তারা ক্যাবিং করছেন বার্মিংহ্যাম এবং বৃস্টলে।

লন্ডন মেয়র অফিস থেকে প্রকাশিত এক চিঠিতে বলা হয়েছে, প্রায় ৭৪৭ জন টিএফএল রেজিস্টার্ড ড্রাইভার বার্মিংহ্যামে এবং ৩৭৮ জন বৃস্টলে ক্যাবিং করছেন। এর মাধ্যমে মূলত মিনিক্যাব লাইসেন্সিংয়ের উপর স্থানীয় কাউন্সিলগুলোর কোন নিয়ন্ত্রন নেই বলেই মনে করছেন লন্ডন মেয়র সাদিক খান।

মেয়র সাদিক খান সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কাছে  লাইসেন্সিং ক্ষমতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। লন্ডনে মিনি ক্যাব লাইসেন্সিং ইস্যুর উপর আরো নিয়ন্ত্রন আরোপ করতে চান মেয়র সাদিক খান। একই সঙ্গে যে এলাকার জন্যে রেজিস্টার হবে সেই এলাকাতেই ক্যাবিং শুরু করার উপর শর্তারোপের উপর গুরুত্ব দেন তিনি।

এদিকে ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট জানিয়েছে, প্রাইভেট হায়ার লাইসেন্সিং বিষয়ে মেয়র অফিস থেকে উত্থাপিত ইস্যুটি সতর্কতার সাথে পর্যবেক্ষন করছে। তবে কি ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি ডিএফটি।

 

Hundreds of London minicabs working outside capital

More than 1,000 Transport for London (TfL)-registered private hire drivers have addresses as far away as Bradford and Cardiff.
Letters released by the Mayor of London’s Office show there were 747 TfL-registered minicab drivers in Birmingham and 378 in Bristol.
It means local councils in those areas have no control over drivers’ licensing or the number on their roads.
Sadiq Khan has asked the government for greater licensing powers.
He is calling on the Department for Transport (DfT) for powers to cut the number of licences issued in London and for minicab journeys to begin or end where the driver is registered.
The DfT said it was monitoring concerns about private hire licensing.

Advertisement