লন্ডন বাংলা প্রেস ক্লাব আপন ঠিকানায় !

আহাদ চৌধুরী বাবু: বিলেতের প্রধানতম সংগঠনের একটি হচ্ছে লন্ডন বাংলা প্রেস ক্লাব ৷

এটি শুরু হওয়ার প্রায় ২৫বছর পর আজকের প্রেক্ষাপটে লন্ডন বাংলা প্রেস ক্লাব আকারে বৃদ্ধি পেয়েছে এবং প্রভাবশালী সংগঠন হিসাবে সমাদৃত ৷

বাংলাদেশী মিডিয়া প্রতিষ্ঠানের সংখ্যা এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল,সাপ্তাহিক পত্র পত্রিকা,অনলাইন পোর্টাল অনলাইন টিভি সহ গনমাধ্যমের বিকাশের কারনে এর সদস্য সংখ্যা বেড়েছে এবং ইংল্যান্ড জুড়ে রয়েছে সদস্যরা ৷

যদিও মিডিয়া সংশ্লিষ্ট ছোট বড় অনেক সংগঠন থাকলেও সার্বজনীন প্রতিষ্ঠান হিসেবে আজকের প্রেক্ষাপটে নিজের অবস্থান ধরে রেখেছে ৷

বিলেতের এথনিক মাইনোরেটি শুধু নয়,বহুজাতিক সমাজের সামগ্রিক উন্নতির জন্য সংশ্লিষ্ট মিডিয়া হাউস ও অভিবাহক সংগঠন প্রেসক্লাব কাজ করে যাচ্ছে ৷

আর এর গৌরবের অংশিদার প্রবীণ ও নবীনরা ৷ লন্ডন বাংলা প্রেস ক্লাবের পথচলা বা কার্যক্ৰম পরিচালনা করা হয় অস্থায়ী অফিসে৷

যাহা প্রাচীনতম সাপ্তাহিক জনমত এর বর্তমান অফিস ৷

ক্লাবের অনেক দিনের একটি স্বপ্ন ছিলো, নিজস্ব অফিস ঘরের৷ বিভিন্ন সময়ে এ দাবীটি জোরালো হলেও, পরিবেশ,পরিস্থিতি এবং ব্রিকলেইন বাংলা টাউন কেন্দ্রিক করার যে প্রস্তাবনা তার কারনে একটি সমৃদ্ধ ফান্ড থাকা স্বত্বেয় হয়ে উঠেনি ৷

বৰ্তমান কমিটির নিৰ্বাচনী প্রতিশ্রুতির আলোকে, ব্রিকলেইনের স্পিটাল ফিল্ড এসএসবিএ এর মাধ্যমে লন্ডন বাংলা প্রেসক্লাব নিজেদের একটি স্থায়ী অফিস ঘর পেয়েছে ৷

দীর্ঘ্য মেয়াদী লীজ নেওয়া এই অফিসটির উদ্বোধন করা হলো শুক্রবার ১৬ই নভেম্বর, বিকেলে ব্রিকলেইনের প্রিন্সলেট স্ট্রিটে৷

এরই ধারাবাহিকতায় প্রেস ক্লাবের নতুন নান্দনিক লােগো উন্মোচন করা হয়।

অনুষ্টানে উপস্থিত ক্লাব সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করে বর্তমান প্রেসিডেন্ট নাহাস পাশা, ভাইস প্রেসিডেন্ট মাহবুবুর রহমান সেক্রেটারী মোহাম্মদ জুবায়ের, ট্রেজারার আসম মাসুম সহ কমিটির সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ৷

উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সেক্রেটারী মোহাম্মদ জুবায়ের এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, ট্রেজারার আ স ম মাসুম, প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধুরী, সাবেক প্রেসিডেন্ট বেলাল আহমদ, নবাব উদ্দিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন, চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাফিজ সফি,সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, মোহম্মদ এমদাদুল হক চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য শেখ মোজাম্মেল হোসেন কামাল এসএসবিএ এর মোহাম্মদ আজিজ আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় শীঘ্রই অফিস ক্রয়ের জন্য ব্যাংকের রাখা ফান্ড দিয়ে ঘর কিনা হবে এবং সেখান থেকে আয়কৃত টাকা দিয়েই অফিসের ভাড়াসহ অন্যান্য খরচ মেটানো সম্ভব হবে।

এছাড়া কোন ব্যক্তি, প্রতিষ্ঠান এখন থেকে প্রেস কনফারেন্স করতে হলে,ক্লাবের মাধ্যমে করলে,অফিসের জন্য কোন ভাড়া লাগবেনা ৷

এ ছাড়া নিজস্ব উদ্যোগে করলে,প্রতি ঘণ্টা হিসাবে নির্ধারিত ফিস প্রদান করে প্রেসক্লাব অফিস ব্যবহার করা যাবে ৷

নতুন অফিসে দেওয়ালে স্থান পেয়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্রিটেনে আন্দোলন সংগ্রামের ছবি ৷

বর্ণবাদ বিরোধী আন্দোলনের ছবি ৷ এবং প্রথম প্রকাশিত বাংলা সংবাদপত্র সত্যবাণীর একটি ঐতিহাসিক সংগ্রহ সহ প্ৰেস ক্লাবের নির্বাচিত ৩ জন সাবেক প্রেসিডেন্ট ও বৰ্তমান প্রেসিডেন্টের ছবি৷

উদ্ধোধনী অনুষ্ঠানে প্রেসক্লাবের বিপুল সংখ্যাক সদস্য উপস্থিত ছিলেন ৷

উদ্বোধনী অনুষ্ঠানে সদস্যদের মিষ্টিমুখ করানো হয় ৷ অনুষ্টানে দোয়া পরিচালনা করেন ক্লাব সদস্য মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল ৷

Advertisement