লিবডেম পার্টির লিডার নির্বাচনে ব্যাপক পরিবর্তন আসছে : New rules could see non-MP lead Lib Dems

ব্রিটবাংলা ডেস্ক : লিবডেম পার্টির লিডারশীপ নির্বাচনে ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছেন দলের লিডার স্যার ভিন্স ক্যাবল। পার্লামেন্ট সদস্য ছাড়াও অনির্বাচিত যে কারো দলের লিডার হবার সুযোগ নিয়ে আসছেন তিনি।

লিডারশীপ প্রতিযোগিতার প্রার্থী হতে দলের ১২ জন এমপির বাইরের যে কারো আসার সুযোগ একই সঙ্গে লিডারশীপ সিলেকশন বা ইলেকশন প্রক্রিয়ায় আরো বেশি দলীয় সমর্থকের অংশগ্রহন বাড়ানো নিশ্চিত করতে চান স্যার ভিন্স ক্যাবল।

আগামী ৭ সেপ্টেম্বর দলে কনফারেন্সে স্যার ভিন্স ক্যাবল সমর্থকদের রেজিস্টার করার প্রস্তাব এবং লিডারশীপ প্রতিযোগিতার নতুন নীতি প্রস্তাব আকারে ঘোষণা করবেন। এরপর এ নিয়ে দলের ভেতর কনসালটেশন হবে। লেবার পার্টির মতো বিপুল সংখ্যক সমর্থককে দলীয় লিডার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দিতে চান তিনি। তবে লিডারশীপ নির্বাচনের প্রায় ১২ মাস আগে সমর্থকদের চুড়ান্ত রেজিস্টেশন নিশ্চিত করতে চান স্যার ভিন্স ক্যাবল, যাতে প্রতিপক্ষ কোন প্রশ্ন তুলতে না পারে।

সানডে টাইমস পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন দলের এক মুখপাত্র। তিনি জানিয়েছেন, স্যার ভিন্স ক্যাবল নাকি লিডারের পদ ছাড়ারও পরিকল্পনা করেছিলেন তবে শিঘ্রই তিনি পদত্যাগ করছেন না বলেও নিশিত করে দলের মুখপত্র।

The Liberal Democrat’s Sir Vince Cable is to announce a shake-up of the party’s rules, in a move that could see someone who is not an MP become leader.

As well as opening up the role to candidates outside of the party’s 12 MPs, Sir Vince wants to involve more supporters in the selection process.

A Lib Dem spokesman played down reports in the Sunday Times that Sir Vince was planning to stand down.

They said he had no plans to leave “any time soon”.

In a speech on 7 September, Sir Vince will unveil proposals to create a registered supporters scheme similar to the one that allowed 180,000 people to vote in the Labour leadership elections.

He also plans to rewrite the rules so that supporters need to be enrolled for 12 months before voting, to prevent infiltration by rival parties.

Sir Vince hopes to emulate the success of Justin Trudeau’s Liberal Party in Canada, which leaped from third place to victory in 2015.

The Lib Dem leader said engaging members and a wider body of supporters in selecting their leader and candidates had been crucial to their rise.

In his spring conference speech this year, he said: “I am determined that we Liberal Democrats should lead a new groundswell for political renewal.”

A consultation on the changes is expected to last several months.

Advertisement