লেবার ক্ষমতার দোড়গোঁড়ায়, বললেন জেরেমি করবিন : Jeremy Corbyn: We are the political mainstream now

ব্রিটবাংলা রিপোর্ট : লেবার পার্টির লিডার জেরেমি করবিন বলেছেন, ক্ষমতার একদম দোরগোঁড়ায় আছে লেবার। আর রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে লেবারের পলিসি। বুধবার ব্রাইটনে দলের কনফারেন্সে একথা বলেন তিনি। টোরি কেবিনেটে মতানৈক্যের কথা উল্লেখ করে লেবার লিডার আরো বলেন, ব্রেক্সিট ইস্যুতে ইইউর সঙ্গে সমঝোতা আলোচনার চাইতে নিজেদের মতবিরোধ মেটাতেই বেশি সময় ব্যয় করছে সরকার। ক্ষমতায় গেলে হাউসিং রেন্টাল সেক্টর রিফর্ম করবেন বলেও ঘোষণা দেন লেবার লিডার জেরেমি করবিন।
ব্রাইটনের দলীয় কনফারেন্সে মূল বক্তব্য উপস্থাপন রাখেন লেবার লিডার জেরেমি করবিন। মূল মঞ্চে উঠার সময় প্রিয় নেতাকে হাততালি এবং শ্লোগান দিয়ে স্বাগত জানান নেতাকর্মীরা। প্রায় ২ মিনিট ৩২ সেকেন্ড সময় নিয়ে তারা স্বাগত জানান প্রিয় নেতাকে।


বক্তব্যের শুরুতেই লেবার লিডার বলেন, গত ৮ জুনের নির্বাচনের ফলাফলের প্রসঙ্গ টানেন। বলেন, ১৯৪৫ সালের পর লেবারের ভোট সবচাইতে বেশি বেড়েছে জুনের নির্বাচনে। এটি টোরিকে নাড়িয়ে দিয়েছে। এই ফলাফলই লেবারকে ক্ষমতার দোড়গোঁড়ায় নিয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি।
টোরি কোয়ালিশনের বিভিন্ন কাটের কট্টর সমালোচনা করেন লেবার লিডার। ব্রেক্সিটের পর বৃটেনে অবস্থারত ইইউ নাগরিকদের বৃটেনের থাকার পূর্ণ অধিকার দেওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী থেরিজা মে তাতে ব্যর্থ হলে লেবার ক্ষমতায় আসার পর ইউকেতে অবস্থানরত প্রায় ৩ মিলিয়ন ইইউ নাগরিকের বৃটিশ নাগরিকত্ব নিশ্চিত করবে বলেও ঘোষণা তিনি।
দলীয় লিডারের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন দলের নেতাকর্মীরা। এই বক্তব্যের মাধ্যমে দলের উপর লিডার জেরেমি করবিনের পুরো নিয়ন্ত্রণের চিত্র ফুটে উঠেছে বলেও মত দিয়েছেন অনেকে।

Jeremy Corbyn: We are the political mainstream now

Jeremy Corbyn has said Labour now stands “on the threshold of power” because its policies are “what most people in our country actually want”.

“We are now the political mainstream,” he told Labour members in his 75-minute speech at their party conference.

In what at times had the air of a victory rally, the Labour leader said they were a “government-in-waiting”.

He promised rent controls, attacked “forced gentrification” and said only Labour could unite the UK after Brexit.

The Labour leader – who was greeted by a chorus of the football terrace-style chant of “Oh Jeremy Corbyn” as he made his way to the podium – lavished praise on party activists who he said had “stopped the Tories in their tracks” at the general election.

He mocked the hostile coverage of his campaign, saying attacks by newspapers like the Daily Mail had actually helped his party’s polling.

“Never have so many trees died in vain,” he said.

Mr Corbyn said the “centre ground” in British politics had shifted from where it was “20 or 30 years ago” and his Labour Party now stood for the things most people “actually want”, even if a “still broader consensus” was needed for the party to win power.

Highlighting Labour’s pledge to curb rents in the private sector, Mr Corbyn said young people’s housing costs were three times those of their grandparents.

“Rent controls exist in many cities across the world. And I want our cities to have those powers too and tenants to have those protections.”

He added: “Regeneration is a much abused word. Too often what it really means is forced gentrification and social cleansing, as private developers move in and tenants and leaseholders are moved out.”

A Labour government would require any redevelopment of a housing estate to be backed by a council ballot of residents, he said.

And anyone living there would be able to get a home on the same site on the same terms.

He described the Grenfell Tower fire as “an entirely avoidable human disaster,” with the ruined tower standing as a “chilling” monument to privatisation and “yawning inequality”.

Advertisement