শিক্ষার্থী এবং ডাক্তার আনার অগ্রাধিকার দিয়ে ব্রিটিশ ইমিগ্রেশন পলিসি পর্যালোচনার কথা বলেছেন হোম সেক্রেটারী : Sajid Javid pledges ‘fresh look’ at migration rules

ব্রিটবাংলা ডেস্ক : ইউকের ইমিগ্রেশন আইন পর্যালোচনার ঘোষণা দিয়েছেন হোম সেক্রেটারী সাজিদ জাভিদ। বিশেষ করে বিদেশ থেকে শিক্ষার্থী এবং ডাক্তারদের ইউকেতে আসার ক্ষেত্রটি সহজ করার লক্ষ্যে ইমিগ্রেশন আইনের গুরুত্বপূর্ন অংশগুলো পর্যালোচনা বা রিভিউ করা হবে বলে জানান তিনি।

উইন্ডরাশ ক্যালেঙ্কারী : হোম অফিসের ইউটার্নে আশার আলো ছড়াচ্ছে

 

রোববার বিবিসি’র এন্ড্রোমার শো’তে আলাপকালে হোম সেক্রেটারী জানান, তিনি উপলব্দি করেছেন নেট মাইগ্রেশনের সংখ্যা নির্ধারনের ক্ষেত্রে বিদেশী শিক্ষার্থীদের যুক্ত করার ফলেই সমস্যা তৈরী হয়েছিল। তিনি বলেন, বিদেশী শিক্ষার্থীরা এমনিতেই তাদের টার্ম শেষ হওয়ার পর ইউকে ত্যাগ করে। তাই এতে নেট মাইগ্রেশনের ক্ষেত্রে দীর্ঘ স্থায়ী কোনো প্রভাব ফেলেন না। কিন্তু নেট মাইগ্রেশনের সংখ্যা কমানোর জন্যে সরকার যে পলিসি গ্রহণ করেছে তাতে বিদেশী শিক্ষার্থীদের যুক্ত করার ফলেই সমস্যার তৈরী হয়েছে বলে মনে করেন তিনি।

উল্লেখ্য নেট মাইগ্রেশনের সংখ্যা কমানোর নীতি থেকে বিদেশী শিক্ষার্থীদের বাদ দেওয়ার জন্যে প্রধানমন্ত্রী থেরিসা মেকে বিভিন্ন পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এমনকি স্কটিশ কনজারভেটিভের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।

অন্যদিকে স্কীল্ড ওয়ার্কারদের ভিসা দেওয়ার ক্ষেত্রে  কেপ সিস্টেমের বিষয়ে তিনি খুব সতর্কতার সঙ্গে ভাবছেন বলে জানান। বর্তমান ইগ্রেশন পলিসি অনুযায়ী বছরে ২০ হাজার ৭শ’র বেশি বিদেশী স্কিলড ওয়ার্কারকে ভিসা দেওয়া যাবে না। এর ফলে হাজার হাজার আইটি বিশেষজ্ঞ, ইঞ্জিনিয়ার এবং এনএইচএস স্টাফ ইউকে আসার জন্যে ভিসা প্রাপ্তী থেকে বঞ্চিত হন।

ফলে ইউকেতে আসার জন্যে বিদেশী শিক্ষার্থী এবং আইটি স্পেশালিস্ট, ইঞ্জিনিয়ার  এবং এনএইচএস স্টাফদের ভিসা প্রদানের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে পর্যালোচনার কথা বলেন হোম সেক্রেটারী সাজিদ জাভিদ। টায়ার টু ভিসা সিস্টেম নিয়েও কথা বলেন তিনি।

গত এপ্রিলে উইন্ডরাশ কেলেঙ্কারীর দায় নিয়ে সাবেক হোম সেক্রেটারী এম্বার রাড পদত্যাগের পর নতুন ব্রিটিশ হোম সেক্রেটানী হিসেবে দায়িত্ব নেন সাজিদ জাভিদ। দায়িত্ব নিয়েই তিনি উইন্ডরাশ জেনারেশনের ইস্যুটিকে অগ্রাধিকার দিয়ে বেশ কিছু ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন।ইলিগ্যাল ইমিগ্র্যান্টদের ব্যাংক একাউন্ট খোলার সুযোগের বিষয়টিও পুর্নবিবেচনা করার কথা ভাবছেন বলে জানান তিনি।

এছাড়াও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ এবং নিরাপত্তাখাকে ব্যয় বাড়ানোর জন্যে তিনি চ্যান্সেলর ফিলিপ হ্যামন্দের সঙ্গে লবিং করে যাচ্ছেন বলেও জানান হোম সেক্রেটারী সাজিদ জাভিদ।

Key parts of the UK’s immigration policy – including on foreign students and doctors coming to the UK – is be reviewed, the home secretary has said.

Sajid Javid told the BBC there was a “perception problem” over the decision to include students in net migration figures.

And he said he would “think more carefully” about the cap on the number of skilled workers given visas.

Mr Javid became home secretary in April after Amber Rudd quit.

Speaking to the Andrew Marr Show, he also said he would be lobbying Chancellor Philip Hammond for more cash for policing, and promised an increase in security officers to boost counter-terrorism efforts.

However, Mr Javid said that addressing the issue of the Windrush scandal, which led to Ms Rudd’s resignation, would be his top priority.

He told the Marr show that changes had already been made to the “hostile environment” approach to illegal immigration, which critics say was responsible for the problems.

These changes included rethinking restrictions on illegal migrants’ rights to open bank accounts, he said.

Skilled workers

On the wider approach to immigration, Prime Minister Theresa May has faced repeated calls to exclude foreign students from the government’s drive to reduce net migration into the UK, including from Scottish Conservatives leader Ruth Davidson.

Mr Javid said he understood criticism of the policy, and that he did “empathise” with the view that it did not sound very welcoming.

He said that although if students eventually left the country it should have no long-term impact, “there is a perception problem around this,” adding: “It’s something I’ve long considered.”

It is “something I would like to look at again”, he said.

The home secretary was also asked about the so-called Tier 2 visa system, introduced by Mrs May when she was home secretary as a means of capping the number of skilled workers from outside the European Union who had a job offer.

An annual 20,700 cap has led to thousands of IT specialists and engineers as well as NHS staff being denied visas.

“I see the problem with that,” Mr Javid said.

“It is something that I’m taking a fresh look at. I know a number of my colleagues certainly want me to take a look at this, and that’s exactly what I’m doing.

“And I hope to think about this more carefully and see what can be done.”

Advertisement