শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ জরুরি

ব্রিট বাংলা ডেস্ক :: সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেছেন, আমাদের শিক্ষার ফোকাস হচ্ছে চাকরি। আসলে তা সঠিক নয়। বছরে ৪০ লাখের মধ্যে ১০ লাখ লোক চাকরি করার সুযোগ পায়। অন্যরা যৌবনের গুরুত্বপূর্ণ সময় হেলাফেলায় কেটে দেয়।

আজ শনিবার দুপুর আড়াইটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ‘শিক্ষার মনোন্নয়নে শিক্ষা জাতীয়করণ’ শিক্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রসঙ্গে এনআই খান বলেন, মাধ্যমিক শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করতে এবং শিক্ষার মানোন্নয়নের জন্য জাতীয়করণ করা খুবই জরুরি। কিন্তু এতোদিন তা না হওয়াতে জাতির অনেক ক্ষতি হয়েছে।

তিনি বলেন, ভিশন ২০৪১ বাস্তবায়ন করতে হলে অবশ্যই মাধ্যমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করতে হবে। এজন্য শিক্ষকদেরও সরকারের পাশে দাঁড়ানো উচিত।

সিলেট মহানগর বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি ড. ইদ্রিস আলী, মহাসচিব ফরিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ এস ইসরাঈল আহমদ, সিলেট জেলার সভাপতি মামুন আহমদ ও সচিব শমসের আলী।

সমিতির অতিরিক্ত সচিব ফয়সল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সিলেট মহানগরের সচিব জিয়াউর রহমান, সুনামগঞ্জ জেলার সচিব শেখ নজরুল ইসলাম, রাজা জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলার সাংগঠনিক সচিব মো. আব্দুল মুমিত, হবিগঞ্জ জেলার সাংগঠনিক সচিব নুরুল আমীন রাজু, সিলেট জেলার সহ সভাপতি রফিল আলম, রাজা জিসি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাছিনা মমতাজ, সফির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, সমিতির ওসমানীনগর উপজেলা সভাপতি আবুল লেইছ, জৈন্তাপুর উপজেলা সভাপতি আব্দুল জলিল, গোয়াইনঘাট উপজেলা সভাপতি আব্দুল মুমিন প্রমুখ।

Advertisement