শি’র প্রতি ‘আস্থা’ ব্যক্ত করলেন ট্রাম্প

ব্রিট বাংলা ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি’র সঙ্গে আলাপকালে করোনাভাইরাস মোকাবিলায় চীনের সক্ষমতার প্রতি ‘আস্থার’ কথা ব্যক্ত করেছেন। হোয়াইট হাউজ এ কথা জানায়।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্প ‘২০১৯ সালে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসের চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের শক্তি ও সক্ষমতার ওপর আস্থা জ্ঞাপন করেছেন।’

এতে বলা হয়, ‘দুই নেতা উভয় দিক থেকে তাদের যোগাযোগ ও সহযোগিতা বাড়াবে।’ চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলেছে, তারা দুজন এ বিষয়ে টেলিফোনে কথা বলেছেন।

বিবৃতিতে বলা হয়, দুই নেতা,সম্প্রতি যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তির বাস্তবায়ন সংক্রান্ত তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে বৃহস্পতিবার আরো ৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চীনের মূল ভূখণ্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৩৬ জনে দাঁড়িয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

Advertisement