‘শিশুবক্তা’ রফিকুলকে আরও ৪ দিনের রিমান্ডে

রাজধানীর মতিঝিল থানায় করা নাশকতার মামলায় ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে আজ বৃহস্পতিবার চার দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।ডিবি সূত্র জানায়, মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সাত দিনের রিমান্ড শেষে ডিবির আরেকটি দল আজ তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে। একই সঙ্গে তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তা আদালতকে জানান, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা নাশকতা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর রিমান্ড মঞ্জুর হয়ে আছে।ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান আজ রাতে প্রথম আলোকে বলেন, গত ২১ এপ্রিল মতিঝিল থানায় করা নাশকতার মামলায় তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।গত ২৫ মার্চ রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ছাত্র ও যুব অধিকার পরিষদের মোদিবিরোধী মিছিল থেকে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামকে হেফাজতে নিয়েছিল পুলিশ। পরে তাঁকে আবার ছেড়ে দেওয়া হয়। গত ৭ এপ্রিল রফিকুল ইসলামকে নেত্রকোনা থেকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

Advertisement