শোয়েবকে প্রধান নির্বাচক বানাতে আলোচনা শুরু

ব্রিট বাংলা ডেস্ক :: ক্রিকেট থেকে অবসরের পর গত কয়েক বছর ধরে সোশ্যাল সাইটে নিয়মিত দেখা দেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই স্পিডস্টার ক্রিকেট থেকে শুরু করে রাজনৈতিক বিষয় নিয়েও খোলাখুলি মত দেন। এবার তাকে প্রধান নির্বাচক বানাতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর ইংল্যান্ডে ব্যর্থতার কারণে সম্ভবত চাকরি হারাতে যাচ্ছেন মিসবাহ-উল-হক। কোচের চাকরি না গেলেও নির্বাচকের দ্বৈত দায়িত্বে তাকে আর রাখবে না পিসিবি।

ইউটিউব শো ‘ক্রিকেট বাজ’-এ বৃহস্পতিবার শোয়েব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি এটা অস্বীকার করব না। হ্যাঁ, বোর্ডের সঙ্গে আমার কিছু আলোচনা হয়েছে এবং আমি পাকিস্তান ক্রিকেটে বড় একটি ভূমিকা পালনে আগ্রহী। তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।আমি আরামদায়ক জীবন-যাপন করি। ক্রিকেট খেলেছি নিজের মতো করে। তবে আমি দেশের জন্য এই স্বাচ্ছন্দ্য ছাড়তে প্রস্তুত এবং কাজে ঝাঁপিয়ে পড়তে নিজেকে তৈরির চেষ্টা করছি। সুযোগ এলে আমি সেটা করব।’

২০১১ সালে পাকিস্তানের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি খেলা শোয়েব। ৪৫ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘আমি এভাবে বলতে চাই না, তবে এটা সত্যি। আমি কোনো চাকরি চাই না এবং আমার পারিশ্রমিকের প্রয়োজন নেই। লোকে কাজ করে পারিশ্রমিকের জন্য, কিন্তু আমার অর্থের প্রয়োজন নেই। আমার টার্গেট বিশ্বমানের ক্রিকেটারদের নিয়ে একটি পুল তৈরি করা, যারা পাকিস্তান দলকে দীর্ঘদিন সার্ভিস দেবে।’

Advertisement