সংসদ থেকে সদলবলে পদত্যাগের ঘোষণা ইমরান খানের

পাকিস্তানের পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন ইমরান খানসহ তার দল পিটিআইয়ের সকল আইনপ্রণেতা। সোমবার (১১ এপ্রিল) সাবেক এই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত বৈঠকে দেশটির জাতীয় পরিষদ থেকে পিটিআইয়ের সব সদস্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন।পাক মিডিয়া আইজি নিউজ ও দ্য ডন জানায়, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে পার্লামেন্ট ভবনে পিটিআই সংসদীয় দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা জাতীয় পরিষদ থেকে পদত্যাগের পক্ষে এবং বিপক্ষে নিজেদের মত প্রকাশ করেন।পিটিআইয়ের আইনপ্রণেতারা জাতীয় পরিষদ থেকে ইমরান খানকে পদত্যাগ না করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই করার পরামর্শ দিয়েছিলেন।

সূত্রের খবর অনুযায়ী- শেখ রশিদ, ফাওয়াদ চৌধুরী, হামাদ আজহার, আলি নওয়াজ আওয়ান, মুরাদ সাইদসহ কিছু সদস্য বৈঠকে পদত্যাগের পক্ষে ছিলেন। আর শাহ মেহমুদ কুরেশি, ফখর ইব্রাহিম, ফয়সাল জাভেদসহ কয়েকজন পদত্যাগের বিরোধিতা করেন। এ সময় ইমরান খান একে একে সকল সদস্যের বক্তব্য শোনেন। অবশেষে বিধায়করা ইমরান খানকে পদত্যাগের বিষয়ে নিজেদের সিদ্ধান্ত প্রদান করেন।আলোচনার পর প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করেন, আমি এবং আমার সকল সদস্য অবিলম্বে জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করছি। আমরা এই চোরদের সঙ্গে বসতে পারি না। এই লোকেরা জাতিকে ভিখারি বানিয়েছে।পিটিআই নেতা ফারুখ হাবিবও এক টুইট বার্তায় লিখেছেন, আমরা এই সরকারে বিশ্বাস করি না। তাই আমরা জাতীয় পরিষদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।অন্য দিকে জাতীয় পরিষদের সদস্য মুরাদ সাঈদও পার্লামেন্ট থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি তিনি টুইট বার্তার মাধ্যমে নিজের পদত্যাগের একটি অনুলিপি প্রকাশ করেছেন।

Advertisement