সরকারের কারণে ভারত-পাকিস্তান সিরিজ সম্ভব নয় : ইমরান খান

ব্রিট বাংলা ডেস্ক : ২০০৮ সালে মুম্বাইয়ের সন্ত্রাসী হামলার পর থেকে সাদা পোশাকে ভারত-পাকিস্তান কখনোই মুখোমুখি হয়নি। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের জন্য দুই দেশের সাবেক ক্রিকেটারারা নিয়মিতভাবেই দাবি জানিয়ে আসছেন। তবে দুই দেশের সরকার সেটা হতে দিচ্ছে না। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও বলেছেন, এই মুহূর্তে ভারত-পাকিস্তান সিরিজ সম্ভব নয়। এজন্য তিনি দায়ী করেছেন ভারতের বর্তমান মোদি সরকারকে।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান বলেছেন, ‘আমি মনে করি ভারতে যে ধরনের সরকার ক্ষমতায় আছে, তাতে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় ক্রিকেট আয়োজনের পরিবেশ নেই। ১৯৭৯ ও ১৯৮৭ সালে আমি নিজেও দুটি দ্বিপাক্ষিক সিরিজে খেলেছি। ওই দুটি সিরিজে প্রচুর দর্শকের সামনে আমরা খেলেছিলাম। দুই দেশের সরকারও নিজেদের মধ্যে বিভিন্ন ইস্যুতে সমস্যা মেটাতে তৎপর ছিল। ১৯৭৯ ও ১৯৮৭ সালে ভারতের মাটিতে খেলার পরিবেশটা ভালো ছিল।’

২০১২ সালে পাকিস্তান ভারতে ওয়ানডে সিরিজ খেললেও ২০০৫-০৬-এর পর ভারত আর কখনোই পাকিস্তান যায়নি। তবে ১৯৮৭ সালে ইমরান পাকিস্তানের অধিনায়ক হিসেবে কিছুটা সমস্যার মুখোমুখিও হয়েছেন, ‘সেবার দর্শকেরা পাকিস্তান দলের প্রতি বিদ্বেষমূলক মনোভাব দেখিয়েছিল। এর কারণ, সে সময় দুই দেশের মধ্যে বেশ কিছু সমস্যা চলছিল। অ্যাশেজের গুরুত্ব অবশ্যই আছে। কিন্তু ভারত-পাকিস্তান সিরিজের সঙ্গে কিছুর তুলনা হয় না। সিরিজটা স্নায়ু চাপ নিয়ে খেলতে হয়। তাই এ সিরিজের উপভোগের মাত্রাটা ভিন্ন।’

Advertisement