ব্রিটবাংলা ডেস্ক:সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য লন্ডন বাংলা প্রেসক্লাব সদস্য,দৈনিক উত্তরপূর্ব’র যুক্তরাজ্যপ্রতিনিধি,চ্যানেলএস,
জনমত,ব্রিটবাংলা ও বাংলা কাগজের রিপোর্টার এহসানুল ইসলাম চৌধুরী শামীম কে রবিবার ১৭ ডিসেম্বর নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশন হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে রেকগনিশন অফ এচিভমেন্টএওয়ার্ড দিয়েছে নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশন।
নর্থাম্পটন বরা কাউন্সিলর মোয়র গারথ ইলস এর কাছ থেকে এ এওয়ার্ড নেন সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম।
সাংবাদিক শামীম বলেন,২২ বছর সাংবাদিকতা পেশায় নিয়োজিত।
ভাল রিপোর্ট করার তাগিদ থাকে সব সময়।ভাল রিপোর্টের পেছনে লেগে থাকার মানষিকতা থাকে।যেকোন পুরস্কার আনন্দের ও গৌরবে।
আমাকে নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশন যে এওয়ার্ড দিয়েছে তাই তাদের কে ধন্যবাদ জানাচ্ছি ।
আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সৎপথে মানুষের সেবা করে যেতে পারি।
Advertisement