সাংবাদিক উজ্জ্বল’র লেখা ধর্ষণ গানের পর এবার আসছে ‘তওবা’

XMA Header Image
THOBA তওবা # Singer : Shufi Aziz সুফি আজিজ # Lyrics : Hasanul Hoque Uzzal হাসানুল হক উজ্জ্বল #
youtube.com
বিশেষ সংবাদদাতা : সাংবাদিক এম. হাসানুল হক উজ্জ্বল এর লেখা ‘ধর্ষণ’ গানটি মুক্তি পাওয়ার পনের দিনের মধ্যে এবার মুক্তি পাচ্ছে “তওবা”।

তাঁর লিখা “তওবা” গানটি মুলত একটি সুফি গান। গানটি সংগীত পিপাসু যে কারো হৃদয় জয় করবে তা বলার অপেক্ষা রাখে না।

খোঁজ নিয়ে জানা গেছে, পুর্ব সিলেটের অনেক শিল্পি সুফি গান গাইলেও কোন লেখক এ রকম গান লিখেন নি। এ ক্ষেত্রে সুফি গানের গীতিকার হিসেবে এম. হাসানুল হক উজ্জ্বল এর নাম সকলের আগেই আসার কথা।

“তওবা” গানটির লেখক এম. হাসানুল হক উজ্জ্বল জানান, তার লেখা তওবা অর্থাৎ মাওলা তোমার দরবারে দরবারে,আরজ করি আমি গুনাগারে,হাত তুলিয়া ডাকি মাওলা তোমারে তোমারে। গানটি সম্পুর্ণ আধ্যাত্মিক গান। এই গানটির মাধ্যমে খোদার কাছে অনেক কিছু আকুতি প্রার্থনা করা হয়েছে।
গানটির সুর করেছেন সংগীত শিল্পি সুফি আজিজ। তার গাওয়া গানে কম্পোজিশনেও নতুনত্ব আনা হয়েছে।
শীঘ্রই গানটি real song নামক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। গানটি প্রযোজনা করেছে MAH London Tv.

এর আগে এম. হাসানুল হক উজ্জ্বল এর লেখা ও জনপ্রিয় সংগীত শিল্প মুরসালিন এর কণ্ঠে “ধর্ষণ” গানটি সকলের হৃদয় জয় করে।

Advertisement