সাকিবের সঙ্গে সম্পর্ক কেমন, জবাবে যা বললেন তামিম

ব্রিট বাংলা ডেস্ক : নিউজিল্যান্ড সফরে গিয়ে দুই সিরিজে ধবলধোলাই হয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ দল।

দলনেতা হিসেবে সমালোচনা-বিদ্রুপ একটু বেশি-ই সইতে হচ্ছে তামিম ইকবালকে।

অধিনায়কত্ব, ব্যাটিং ব্যর্থতা, মনোসংযোগ সব মিলিয়ে তীর্যক প্রশ্নবাবে জর্জরিত হচ্ছেন ড্যাশিং এই ওপেনার।

এরইমধ্যে সতীর্থ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে তামিমের সম্পর্ক ভালো যাচ্ছে না বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

রোববার তামিমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, বাইরের আলোচনার মূল্য আমাদের কাছে একটুও নেই। শীতল বা উষ্ণ কোনো শব্দেই আমাদের (সাকিব-তামিম) সম্পর্ক বিশ্লেষণযোগ্য নয়।

তামিম বলেন, আমার আর সাকিবের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক। খারাপ নয়। একেবারে নরমাল যাকে বলে। আবার এমন নয় যে, আমরা পরস্পরের সঙ্গে কথা বলি না বা যে কোনো প্রয়োজনে পরস্পরের কাছে যেতে পারি না। কখনোই এরকম সম্পর্ক আমাদের ছিল না। পরিষ্কারভাবে বলতে গেলে, আমার আর সাকিবের সম্পর্ক এমন – আমরা চাইলেই পরস্পরের পরামর্শ নিতে কথা বলতে পারি। প্রয়োজন পড়লে দল নিয়ে সাকিবের সঙ্গে আলোচনা করি। ওর কিছু মনে হলে আমাকে বলে। এককথায় আমার ও সাকিবের সম্পর্ক একদম নরমাল।

এরপর সাংবাদিকদের উদ্দেশে তামিম বলেন, ৭-৮ বছর আগে আপনারা যখন বলতেন যে ‘বেস্ট অব দ্য ফ্রেন্ডস’, আমরা গলায় গলায় ধরে হাঁটি। তখন আপনারা বলতেন – এত ভালো কেন সম্পর্ক আমাদের! এখন আপনারাই বলছেন যে আমাদের সম্পর্ক খারাপ, আমাদের মধ্যে গণ্ডগোল চলছে। কিন্তু ওই সময় আমরা বলিনি যে আমরা বেস্ট ফ্রেন্ডস, এখনও বলছি না যে আমরা শত্রু। যা বানানোর আপনারাই বানাচ্ছেন।

Advertisement