সাত দিনেই নেগেটিভ! তিন ওষুধ একসঙ্গে দিয়ে দারুণ সাফল্য হংকংয়ে

ব্রিট বাংলা ডেস্ক :: করোনার প্রতিষেধক তৈরিতে সারা বিশ্ব জুড়ে চলছে জোর প্রচেষ্টা। এবার তিনটি ওষুধের একসঙ্গে ব্যবহার করোনা সারাবে বলে বলছেন হংকং এর গবেষকরা। এরই মধ্যে ১২৭ জন রোগীর উপর ট্রায়াল চালানো হয়েছে তিনটি ওষুধের। ল্যানসেট মেডিক্যাল জার্নালে উঠে এসেছে এ তথ্য।

প্রথম ওষুধটি এইচ আইভি এইডসের ওষুধ যা লোপিনাভির ও রিটোনাভির মিলে তৈরি হয়েছে। দ্বিতীয়টি হেপাটাইটিস বি এবং তৃতীয় ওষুধটি ব্রেইন স্পাইনাল কার্ডের অসুখের। এই তিনটি ওষুধ একসাথে গ্রহণ করলে মাত্র সাতদিনে করোনা নেগেটিভ আসবে। হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং এই গবেষণার সহকারী কোকো ইয়াং ইউয়েন বলছেন, এই ওষুধগুলো শরীরে ভাইরাসের পরিমাণ দ্রুত দমন করে, লক্ষণগুলো থেকে মুক্তি দেয় এবং বিশেষ করে স্বাস্থ্য সেবা কর্মীদের ঝুঁকি হ্রাস করে। তিনি আরো বলছেন ওষুধ তিনটির ব্যবহার আশার বাণী নিয়ে এসেছে। তবে অনেক বেশি মানুষের মধ্যে এর প্রয়োগ করলে তার ফলাফল কেমন হয় তাই এখন দেখার বিষয়।

ওষুধ তিনটির ট্রায়ালের সময় হাসপাতালে রোগীদের ভেন্টিলেটর সাপোর্ট, ডায়ালসিস সাপোর্ট সহ সব ধরণের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে।

Advertisement