ব্রিটবাংলা ডেস্ক : লন্ডনে বাঙালী শিক্ষিকা সাবিনা নেছা হত্যাকান্ডে দোষি সাব্যস্ত আলবেনিয়ান নাগরিক কছি সেলামাজের সাজার মেয়াদ শুক্রবার ঘোষণা করা হবে। ওল্ডবেইলী কোর্টে শোনানি শেষে বিচারক বলেছেন, তার যাবজ্জীবন সাজা হওয়া অনিবার্য। তবে খুনি কছি সেলামাজকে অন্তত ৩০ বছর সাজা ভোগ করতে হতে পারে। শুক্রবার আদালতে তার সাজার মেয়াদ ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার বিকেলে ওল্ডবেইলি আদালতে শোনানি শেষে সাজার মেয়াদ ঘোষনার কথা থাকলেও খুনি কছি সেলামাজ উপস্থিত হননি।
কছি সেলামাজ
শোনানিকালে নিহত শিক্ষিকা সাবিনা নেছার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আদালতে সাবিনা নেছার বোন জেবিনা ইসলাম সেলামাজকে ভয়ঙ্কর এবং জঘন্য পশু বলে উল্লেখ করেন। সাবিনা নেছার পিতা মাতা যথাক্রমে জনাব আব্দুর রউফ এবং আজিবুন নেছা একটি বিবৃতি দিয়েছেন।
শোনানি চলাকালে বিভিন্ন প্লেকার্ড নিয়ে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল আদালতে।
উল্লেখ্য গত বছরের ১৭ সেপ্টেম্বর দক্ষিন লন্ডনের একটি পার্কের নির্জন পথে ২৮ বছর বয়সী সাবিন নেছাকে হত্যা করেছিল ৩৬ বছর বয়সী কছি সেলামাজ। আদালতের শোনাতিতে কছির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।