ব্রিটবাংলা ডেস্ক:বাংলাদেশের ৪৭তম মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারন ও আলোচনা সভার আয়োজন করেছে যুক্তরাজ্যের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাসেস্ক শাখা ।
মঙ্গলবার ১৯ডিসেম্বর ওয়ারদিং এর শান অভিজাত রেষ্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাসেস্ক বিএনপির সভাপতি ও প্রবীণ ক্যাটারার আলহাজ্ব তফজ্জুল হোসেন ।
সাসেস্ক বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি গোলাম রব্বানী সোহেল সাসেস্ক বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মন্নান সহ-সভাপতি আব্দুল মানিক,নুরুল ইসলাম,যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান আতর,আব্দুল মোহিত কয়েছ ,মুশফিকুর রহমান সুপ্ত,সহ-সাধারন সম্পাদক আব্দুল জলিল জাকারিয়া আহমদ,মিল্লাদ চৌধুরী,সাসেস্ক স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমদ,যুগ্ম আহবায়ক মুরাদ আহদ,উপদেস্টা মাহতাব মিয়া,আব্দুল হান্নান।
সভায় বক্তারা বলেন, বাংলদেশের মুক্তিযুদ্ধে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য।
বক্তারা শহীদ জিয়া সহ মুক্তিযুদ্ধে অবদানকারী সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলাদেশ ১৯৭১ সালে বিজয় লাভ করলে জাতি আজোবধি প্রকৃত মুক্তি লাভ করেনি।
সভায় বক্তারা দেশে বর্তমান গণতন্ত্র ও নিরপেক্ষ সরকারের সরকারের অধীনে নির্বাচনের দাবী আদায় আন্দোলনে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশে ও প্রবাসে সকলকে ঐক্যবদ্ধভাবে জোরালো আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবু সাঈদ চৌধুরী ।
সভায় আরো বক্তব্য রাখেন ব্যবসায়ী সাদিক উল্লাহ
সাসেস্ক বিএনপির নেতা আবুল খয়ের মাছুম ,তারেক আহমদ,কবির আহমদ হুমায়ূন,ফজলুর রহমান,আব্দুল মোহিত নূর,ইসমাইল হোসেন নানু,সৈয়দ তাজুল মিয়া গোলাম রহমান,মতি উর রহমান,আবু তায়েব আহমদ,নাসির মিয়া,আসাদুজ্জামান,আজাদ আলী,নুর উল্লাহ,মুরাদ আহমদ পাঠান,মুশতাক মিয়া ,আফরুজ মিয়া প্রমূখ ।