সিরিয়ায় রাসায়নিক হামলাস্থল পরিদর্শন বিশেষজ্ঞদের

ব্রিট বাংলা ডেস্ক : অবশেষে সিরিয়ার দৌমায় রাসায়নিক হামলাস্থল পরিদর্শন করেছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল। অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল উইপনস (ওপিসিডাব্লিউ) এর একটি বিশেষজ্ঞ দল গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে। তারা বিভিন্ন নমুনাও সংগ্রহ করেন।

এখানে রাসায়নিক হামলার অভিযোগ এনে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। এলাকাটি রাশিয়া ও সিরিয়ার নিয়ন্ত্রণে। হামলার জন্য সিরিয়াকে দায়ী করলেও দেশটির সরকার তা অস্বীকার করেছে।

ওপিসিডাব্লিউ এক বিবৃতিতে জানিয়েছে, হামলার দুটি স্থানের একটি পরিদর্শন করেছেন বিশেষজ্ঞরা। সেখান থেকে নমুনা এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। হেগের একটি গবেষণাগারে নমুনা পাঠানো হবে পরীক্ষার জন্য। পরে বিস্তারিত জানানো হবে। -বিবিসি।

Advertisement