সিলেট অফিস :: সিলেটে বাড়ছে করোনা সন্দেহের রোগী। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা সন্দেহে ১২ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৮জন পুরুষ ও ৩ জন নারী। তবে অপর একজন পুরুষ না নারী এই তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এই ১২ জনের মধ্যে ৩ জনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক রয়েছে।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গতকাল শনিবার পর্যন্ত হাসপাতালে করোনা সন্দেহে রোগী ছিলেন ১১ জন। আজ রবিবার আরেকজনকে করোনা সন্দেহে ভর্তি করা হয়েছে। তাদের সবার শরীরে জ্বর, সর্দি, কাশি রয়েছে।
সিলেট শামসুদ্দিন হাসপাতালে এক সাথে করোনা সন্দেহের এত রোগী পূর্বে ভর্তি ছিলেন না। ১২ জন ভর্তি থাকায় সিলেটের মানুষের মাঝে বাড়ছে আতঙ্ক। তাদের সবার নমুনা পরীক্ষা করে ওসমানী মেডিকেল কলেজের করোনা পরীক্ষার ল্যাবে পাঠানো হয়েছে। ফলাফল আসলে নিশ্চিত হওয়া যাবে তাদের কারো শরীরে করোনাভাইরাস আছে কি-না।
সূত্র জানিয়েছে, হাসপাতালে ভর্তি ১২ জনের মধ্যে বেশীরভাগই সিলেট সদর উপজেলার বাসিন্দা।